সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেই সৌন্দর্যের কোনও ব্যাখ্যা নাই, সেই সৌন্দর্যের শেষ খোঁজা বৃথা তাই৷ এক পাক চা-বিক্রেতাকে নিয়ে নেট দুনিয়ায় ক’দিন ছিল প্রচুর হইচই৷ আরশাদ খানের নীল চোখের তারিফ করেছেন অনেকেই৷ এবারে পেরুর ফ্র্যাঙ্কো নোরিগার পালা৷
পেরুভিয়ান এই ‘শেফ’ ভার্চুয়াল জগতের নতুন ‘হট কেক’৷ জন্মসূত্রে পেরুর বাসিন্দা হলেও বর্তমানে আমেরিকায় থাকেন ফ্রাঙ্কো৷ প্রথমে ভেবেছিলেন নায়ক হবেন৷ দেহসৌষ্ঠবের কল্যাণে তেমন একটা অসুবিধা হওয়ারও কথা ছিল না৷ কয়েকবার মডেলিংও করেছেন৷
কিন্তু রান্নার শখ তাঁকে নিয়ে যায় ‘কলিনারি স্কুলে’র দোরে৷ তাই বলে জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি ‘হ্যান্ডসম শেফ’-এর৷ সৌজন্যে তাঁর অভিনব রান্না শেখানোর ভিডিও৷ যাতে অনাবৃত দেহে মহিলাদের রান্না শেখান তিনি৷
আপনিও এই ভিডিও ক্লিক করে একটি পদ শিখে নিতেই পারেন মাসক্যুলার শেফ-এর থেকে৷
The post পাক চা-বিক্রেতা অতীত, নেটে ভাইরাল পেরুভিয়ান এই শেফ appeared first on Sangbad Pratidin.