সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের ঠিক সামনে মাও-মাকু অশান্তি উড়িয়ে উন্নয়নের কাজ শুরু কলকাতা পুরসভার। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে গরমের শুরুতেই পানীয় জলের ৬০০ মিটার দীর্ঘ ৬ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ বুধবার থেকেই বসানো শুরু হল।

বিভাগীয় ইঞ্জিনিয়ার ও তৃণমূল কর্মীদের জয় বাংলা শ্লোগানের মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন মৌসুমী। বলেন, "মমতাদি শিখিয়েছেন মানুষের স্বার্থে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে। যাঁরা অধ্যাপকদের মারধর করে, কুৎসা করে তাঁরা শিখে নিক, উন্নয়ন কীভাবে করতে হয়।" উল্লেখ্য, মৌসুমী নিজেও যাদবপুরের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
প্রতিশ্রুতি পূরণে ৯৩ ওয়ার্ডে আরও এক নতুন উদ্যোগ কাউন্সিলর মৌসুমী দাসের। বেঙ্গল ল্যাম্প ও এইট বি লাগোয়া এলাকায় পানীয় জলের জোগান বৃদ্ধির লক্ষ্যে ৬০০ মিটার জলের নতুন লাইনের কাজ শুরু। এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ ইঞ্জিনিয়ার ও বিভাগীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের উলটোদিকে জমা হন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। ছিলেন বেঙ্গল ল্যাম্প, বিক্রমগর, কাটজুনগর এলাকার বহু তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। আশেপাশে তখনও কিছু মাও-মাকু কর্মীরা থাকলেও উন্নয়নের এই কাজে যেমন অংশ নেয়নি, তেমন বাধাও দেয়নি। তবে গত দুসপ্তাহের বেশি যাদবপুরের যে চার নম্বর গেটের দুপাশে রাজ্য সরকার বিরোধী তুমুল বিক্ষোভ আন্দোলন চলছে সেখানেই পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু রীতিমত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।