shono
Advertisement
Usthi

রাজ্যে ফের শুটআউট! উস্তিতে 'খুন' তৃণমূল নেতার কাকা, কারণ ঘিরে ধোঁয়াশা

বৃহস্পতিবার রাতে মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
Published By: Subhankar PatraPosted: 11:06 AM Feb 07, 2025Updated: 11:20 AM Feb 07, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের দক্ষিণ ২৪ পরগনায় শুটআউট। উস্তিতে স্থানীয় তৃণমূল নেতার কাকাকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জমি জায়গা ও পারিবারিক বিবাদ সংক্রান্ত ঘটনার জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব হালদার। বয়স ৫৩ বছর। তিনি উস্তির শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বুদ্ধদেব সম্পর্কে তৃণমূল নেতা অসিত হালদারের কাকা ও শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমনা হালদারের খুড়শ্বশুর হন। বৃহস্পতিবার রাতে বাগাড়িয়া বাজারে নিজের অফিসে বসে চা খাচ্ছিলেন বুদ্ধদেব। অভিযোগ সেই সময় মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে বুদ্ধদেবের বুকে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় অফিসের বাইরে পড়ে আছেন বুদ্ধদেব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় শিরাকোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুদ্ধদেববাবুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। বিরোধীরা এই খুনের পিছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা সম্পূর্ণ অস্বীকার করেছে। মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান জানান, "এই ঘটনার পিছনে কোনও রাজনীতি নেই।" জমিজায়গা সংক্রান্ত ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করেই এই খুন বলে জানান তিনি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, "এখনও পর্যন্ত জানা গিয়েছে মৃত ব্যক্তির সঙ্গে অন্য একজনের মাটির ও জমি জায়গার কারবার সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের দক্ষিণ ২৪ পরগনায় শুটআউট। উস্তিতে স্থানীয় তৃণমূল নেতার কাকা খুন।
  • বৃহস্পতিবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
  • জমি জায়গা ও পারিবারিক বিবাদ সংক্রান্ত ঘটনার জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
Advertisement