shono
Advertisement

‘কোভিডে মৃতদের ভাসিয়ে গঙ্গাগামী মেট্রোয় সওয়ার মোদি’, উত্তরপ্রদেশের প্রচার নিয়ে খোঁচা তৃণমূলের

উত্তরপ্রদেশের গঙ্গায় বহু কোভিড রোগীর মৃতদেহ ভাসানো নিয়ে সরব হয়েছিল শাসকদল।
Posted: 08:17 PM Dec 28, 2021Updated: 08:59 PM Dec 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh)এখন বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। প্রায় রোজদিনই সেখানে একাধিক চমকপ্রদ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার সেখানে একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনের পরে মেট্রোয় চড়লেনও তিনি। গঙ্গাগামী সেই মেট্রোয় মোদির সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আক্রমণে সরব হল বাংলার শাসকদল তৃণমূল (TMC)। টুইটে ছবি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষের সুরে মন্তব্য করা হল – মেট্রোয় চড়ে সেই গঙ্গার দিকে মোদি এগোচ্ছেন, যে গঙ্গায় একসময়ে কোভিডে মৃতদের লাশ ভাসানো হয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, ২০১৯ সালের শেষভাগে যোগী সরকার অনুমোদন দেয় ওই মেট্রো প্রকল্পের। তারপর থেকেই দ্রুতগতিতে শুরু হয়ে যায় নির্মাণকাজ। গত ১০ নভেম্বর আইআইটি, দিল্লি (IIT, Delhi) থেকে মতিঝিল পর্যন্ত ট্রায়াল রান শুরু হয়ে যায়। অবশেষে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই চালু করে দেওয়া হল মেট্রো পরিষেবা। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রোর মোট রেলপথের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। মঙ্গলবার সেই পথেই মেট্রোর সওয়ারি হলেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন:  লাগবে না কোমর্বিডিটির শংসাপত্র, প্রবীণদের বুস্টার ডোজ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের]

মাস কয়েক আগে করোনার কামড়ে বিধ্বস্ত উত্তরপ্রদেশের ভয়াবহ ছবি সামনে এসেছিল। লাশের পর লাশ ভাসছে গঙ্গার জলে। কোভিডে মৃতদের দাহ না করে এভাবেই গঙ্গায় ভাসানো হচ্ছিল, যে দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ। অমানবিকতার পাশাপাশি রোগ সংক্রমণ বৃদ্ধির জন্যও কাঠগড়ায় উঠতে হয়েছিল যোগীরাজ্যকে। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিল বাংলার শাসকদল। বাংলার বিধানসভা ভোটের আবহে তৃণমূল বনাম বিজেপির প্রচারযুদ্ধে এই ইস্যুও বারবার উঠে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ নিয়ে বিভিন্ন সভায় বিজেপিকে বার্তা দিয়েছিলেন।

[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ‘হলুদ’ সতর্কতা, দেশের একাধিক রাজ্যে বাতিল বর্ষবরণের উৎসব]

আর মঙ্গলবার মোদির সেই ছবি দেখে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC)তরফে টুইটে খোঁচা – ”মোদি কানপুর মেট্রোয় সফর করছেন। তাকিয়ে রয়েছেন গঙ্গার দিকে। আর দেখছেন সেদিকেই, যে গঙ্গার পাড়ে কোভিডে মৃত হাজার দেহ পুঁতে দেওয়া হয়েছিল।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement