shono
Advertisement

Breaking News

গোয়ায় নিষিদ্ধ হতে পারে পর্যটন

বিচে স্পিড বোট চালানো-সহ সবরকম ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করার সুপারিশ হয়েছে৷ The post গোয়ায় নিষিদ্ধ হতে পারে পর্যটন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 PM Jun 04, 2016Updated: 06:16 PM Jun 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ গোয়ার গালজিবাগ সৈকতে পর্যটনকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ডাক দিল গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি(GCZMA)৷

Advertisement

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৈকতের ধারে ‘স্যাক’ বা অস্থায়ী দোকানঘর উচ্ছেদের সুপারিশ করেছে গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি৷ পাশাপাশি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ‘অলিভ রিডলি সি টার্টল’ প্রজাতিকে বাঁচাতে সৈকতে মাছ ধরাও বন্ধ করার সুপারিশ করা হয়েছে প্রশাসনের কাছে৷ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে কচ্ছপের ডিম সংরক্ষণের জন্যই এই উদ্যোগ৷ স্থানীয় মানুষ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের কাছে কচ্ছপের ডিম সংরক্ষণের আবেদন জানিয়েছিল৷

ইতিমধ্যেই রাজ্য সরকার গালজিবাগ সৈকতকে ‘সংরক্ষিত এলাকা’ বলে চিহ্নিত করেছে৷ সরকার চায়, ভবিষ্যতে কী করে ওই সৈকতে কচ্ছপের সংখ্যা আরও বাড়ানো যায় তা নিয়ে কর্তৃপক্ষকে ভাবনাচিন্তা করতে বলছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল৷ ওই বিচে স্পিড বোট চালানো-সহ সবরকম ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করার সুপারিশ হয়েছে৷

The post গোয়ায় নিষিদ্ধ হতে পারে পর্যটন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement