shono
Advertisement

Breaking News

লোকসভা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ এড়াতে টুইটারকে কড়া দাওয়াই সংসদীয় কমিটির

সংসদীয় কমিটির নজরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম৷ The post লোকসভা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ এড়াতে টুইটারকে কড়া দাওয়াই সংসদীয় কমিটির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Feb 25, 2019Updated: 08:43 PM Feb 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বাইরের কোনও কলকাঠি বা প্ররোচনা বরদাস্ত করা হবে না৷ যে কোনও ভাবে তা আটকাতে হবে৷ নিবার্চন হবে স্বচ্ছ ও অবাধ৷ সোমবারের বৈঠকে স্পষ্ট ভাষায় টুইটার কর্তৃপক্ষকে একথা জানিয়েদিল লোকসভার সংসদীয় প্যানেল৷ পাশাপাশি সংস্থার আধিকারিকদের বলা হয়েছে, ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ স্থাপন করতে৷ যাতে নির্বাচনের মতো মহাযজ্ঞকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়৷ জানা গিয়েছে, এই বিষয়টির সম্পর্কে তাঁদের প্রাথমিক উত্তর ইতিমধ্যে সংসদীয় প্যানেলের কাছে পাঠিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ বাকি উত্তর পাঠানো হবে দশদিনের মধ্যে৷

Advertisement

[এনিডেস্ক অ্যাপ সম্পর্কে ব্যাংকগুলিকে সর্তক করল রিজার্ভ ব্যাংক ]

আজকের দিনে একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ যাকে ব্যবহার করে একাধিক দেশের নির্বাচনে বাইরে থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে৷ আসন্ন লোকসভা নির্বাচনে তা প্রতিরোধ করতে তৎপর দেশের সমস্ত রাজনৈতিক দল৷ সেজন্য সোমবার টুইটারের সঙ্গে কথা বলে লোকসভার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত পার্লামেন্টরি কমিটি৷ সূত্রের খবর, বৈঠকে টুইটার কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দিয়েছে কমিটি৷ কমিটির প্রধান অনুরাগ ঠাকুর জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে কমিশনের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে টুইটারকে৷ বাইরের কলকাঠি বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, প্রাইভেসি পলিসিতে কী বদল এনেছে বা আনছে, তা জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ কেবল টুইটারই নয়, নজরে রয়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টরাও৷ সেকারণে আগামী ৬ মার্চ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সঙ্গে বৈঠকে বসবে পার্লামেন্টরি কমিটি৷

[মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে]

কমিটির নির্দেশের পরই এই বিষয়ে মুখ খুলেছেন টুইটারের পাবলিক পলিসির প্রধান কোলিন ক্রোওয়েল৷ তিনি জানিয়েছেন, যে যে বিষয়ে কমিটি জানতে চেয়েছিল, তার অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে সংস্থা৷ বাকি উত্তর আগামী দশদিনের মধ্যে দেওয়া হবে৷ উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একাধিক দেশের নির্বাচনে বাইরে থেকে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে৷ এমনকী গোয়েন্দারা জানিয়েছেন ভারতের আসন্ন লোকসভা নির্বাচনও এভাবেই ভণ্ডুল করতে পারে বাইরের হ্যাকাররা৷ যা প্রতিহত করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন৷

The post লোকসভা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ এড়াতে টুইটারকে কড়া দাওয়াই সংসদীয় কমিটির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement