মাসুদ আহমেদ: ভারতীয় সেনার বড়সড় সাফল্য। উপত্যকায় নিকেশ দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিকেশ হওয়া জঙ্গিদের নাম এখনও জানা যায়নি। তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য তাও অজানা। এখনও এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে তল্লাশি অভিযান।
অনন্তনাগে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলেই খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। সেনা ও পুলিশের উপস্থিতি টের পায় জঙ্গিরা। গুলি চালাতে শুরু করে তারা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। রাতভর লড়াই শেষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দু’জন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: বিদ্যুৎ থেকেই হবে উপার্জন, গুজরাটের মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তির গ্রাম ঘোষণা মোদির]
উল্লেখ্য, এর আগে অমিত শাহর কাশ্মীর সফরের মাঝে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সোপিয়ানে (Shopian) নিকেশ হয় ৪ জেহাদি। তাদের মধ্যে ৩ জন জইশ জঙ্গি, অন্যজন স্থানীয় জঙ্গি বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার রাতে দু’টি ভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের (Terrorist) সঙ্গে। এর মধ্যে দ্রাচ অঞ্চলে মারা গিয়েছে ৩ জইশ (JeM) জঙ্গি। অন্য জঙ্গিটি মারা গিয়েছে মুলায়।
কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার টুইটারে জানান, ‘দ্রাচ অঞ্চলে তিনজন জঙ্গি নিকেশ হয়েছে, যাদের সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগ ছিল। অন্য এনকাউন্টারটি চলছে মুলুতে। বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।’ জানা গিয়েছে নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে হানান বিন ইয়াকুব জামশেদ। গত ২ অক্টোবর পুলওয়ামায় পুলিশ কর্তা জাভেদ দার ও ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ থেকে উপত্যকায় কাজ করতে যাওয়া শ্রমিক খুনে অভিযুক্ত ছিল হানান।