shono
Advertisement

প্রথম ভারতীয় হিসাবে সাইকেলে চড়ে চাঁদের পাহাড়ের চূড়ায় উজ্জ্বল পাল

সত্যরূপের পর দেশের মুখ উজ্জ্বল করলেন আরেক বঙ্গ সন্তান। The post প্রথম ভারতীয় হিসাবে সাইকেলে চড়ে চাঁদের পাহাড়ের চূড়ায় উজ্জ্বল পাল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Jan 27, 2019Updated: 08:13 AM Jan 28, 2019

সুলয়া সিংহ: বিশ্বরেকর্ড গড়ে শনিবারই শহরে পা রেখেছেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। সাতটি শৃঙ্গ জয়ের পর সাতটি আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছে দুনিয়াকে বিস্মিত করেছেন তিনি। সাধারণতন্ত্র দিবসে সাইকেল চেপে চাঁদের পাহাড়ে পৌঁছে গেলেন আরেক বাঙালি। প্রথম ভারতীয় হিসেবে আফ্রিকার সর্বোচ্চ শিখরে পৌঁছলেন উজ্জ্বল পাল। উচ্চতম চূড়ায় দাঁড়িয়ে ৭০ তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা ওড়ালেন তিনি।

Advertisement

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই চাঁদের পাহাড়ের কাহিনিই যেন জীবন্ত করে তুললেন উজ্জ্বল। বিশ্বের নানা স্থানে পাড়ি দেওয়ার পর অবশেষে খোঁজ পেলেন চাঁদের পাহাড়ের। যেখানে পৌঁছে নজির গড়লেন তিনি। সত্যরূপের পর ‘সোনারপুর আরোহী’র আরেক সদস্য উজ্জ্বলের এমন সাফল্যে উচ্ছ্বসিত এই সংগঠন। তাদের সোনার সংসারের দুরন্ত, দুর্দমনীয়, স্বপ্নের সওদাগরেরা সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছেন। উজ্জ্বলকে অভিনন্দন জানিয়েছেন সকলে।

[ডার্বিতে নিশ্ছিদ্র নিরাপত্তা যুবভারতীতে, জেনে নিন কোথায় মিলছে টিকিট]

ভালবেসে নিজের প্রিয় সাইকেলের নাম রেখেছেন চেতক। ২৬ জানুয়ারি সকাল ছ’টায় নিজের বাহনকে সঙ্গী করে কিলিমানজারোর সর্বোচ্চ স্থান উহুরু শৃঙ্গে ওঠেন তিনি। আর সেখানেই তেরঙ্গা উড়িয়ে নজির গড়েন উজ্জ্বল। গত বছর ২৮ নভেম্বর মিশরের রাজধানী কায়রো থেকে সাইকেলে চেপে অভিযান শুরু করেছিলেন তিনি। গত দুই দু-তিন মাসে আফ্রিকা মহাদেশের মিশর, সুদান, কেনিয়া, ইথিওপিয়া-সহ প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পেরিয়ে গত ১৬ জানুয়ারি তানজানিয়ায় পৌঁছান। সেখান থেকেই কিলিমানজারোর উচ্চতম শিখরে উঠে দেশের মুখ উজ্জ্বল করলেন বঙ্গ সন্তান উজ্জ্বল।

বিগত আট বছর ধরে সাইকেলে ‘সবুজের অভিযান’ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রত্যেক মানুষ তাঁর সারাজীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তাকে বড় করে তুলুন। বিশ্বব্যপী এই বার্তাই পৌঁছে দিচ্ছেন তিনি। যে অভিযানের পোশাকি নাম ‘গ্রিন অন হুইল’। এখনও পর্যন্ত মোট ১৭টি দেশের ৪৫ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়েছেন তিনি।

[বিবাহে বিলম্ব ‘ফুটবলপ্রেমী’ পাত্রের, পিঁড়িতে বসে ফুঁসলেন পাত্রী]

The post প্রথম ভারতীয় হিসাবে সাইকেলে চড়ে চাঁদের পাহাড়ের চূড়ায় উজ্জ্বল পাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement