সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নাশকতা চালাতে বদ্ধপরিকর আল কায়দার উপমহাদেশীয় শাখা (একিউআইএস)৷ বিশাল বড় আকারের হামলা চালাতে না পারলেও ছোট ছোট হামলার মাধ্যমে দেশের বিভিন্ন অংশে ভয়ের পরিবেশ তৈরি করার পরিকল্পনা নিয়েছে জঙ্গি সংগঠনটি৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পেশ হওয়া সাম্প্রতিক রিপোর্ট থেকে এমনই তথ্য মিলেছে৷
[উড়ন্ত বিমানে বিদেশিনীর ‘কিকি চ্যালেঞ্জ’, বিতর্কে পাক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স]
জঙ্গি মোকাবিলা-সহ যেকোনও প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে সদা সতর্ক ভারতীয় সেনা৷ দেশের সীমান্ত-সহ অন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেতন তাঁরা৷ যার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে আল কায়দা-সহ একাধিক জঙ্গি সংগঠন৷ রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারতীয় সেনার সর্বদা সজাগ দৃষ্টিকে ভয় পাচ্ছে আল-কায়দা৷ সীমান্ত টপকে ভারতীয় সেনার কড়া নিরাপত্তাবেষ্টনি ভেদ করে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার সুযোগটুকুও পাচ্ছে না তারা৷ ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের ভয়ংকর উদ্দেশ্য৷ পরিকল্পনা রূপায়নে, অন্য উপায়ে ভারতে প্রবেশের ছক কষছে আল কায়দার উপমহাদেশীয় শাখা একিউআইএস-এর জঙ্গিরা৷
[আফগান সেনাঘাঁটি দখল তালিবানের, প্রবল সংঘর্ষে নিহত ১০ সৈনিক]
সূত্রের খবর, আল-কায়দার উপরে নজরদারি চালাচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি৷ তাঁরাই এই রিপোর্টটি পেশ করেছেন৷ সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে লাঘমান, পাকতিকা, কান্দাহার, গজনি ও জাবুল প্রদেশে এখনও আত্মগোপন করে রয়েছে আল-কায়দার কয়েকশো জঙ্গি৷ আফগান-পাক সীমান্তে গোপন ঘাঁটিতে লুকিয়ে রয়েছে বর্তমান আল-কায়দা প্রধান আল-জওয়াহিরি এবং ওসামাপুত্র তথা জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা হাজমা বিন লাদেন৷ আইএস-এর উত্থানের পর দক্ষিণ এশিয়াতেও আল-কায়দার প্রভাব, প্রতিপত্তি অনেকটাই ক্ষয়িষ্ণু৷ পাশাপাশি, আফগানিস্তানে মার্কিন সেনা ও আফগান সেনার বিরুদ্ধেও লড়াই চালাতে হচ্ছে তাদের৷ ফলে, ভারতীয় উপ-মহাদেশে ছোটখাটো হামলার মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করতে এবং নিজেদের উপস্থিতি জানান দিতে বদ্ধপরিকর জঙ্গি সংগঠনটি৷ এমনই প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের সেই রিপোর্টে৷
The post রাষ্ট্রসংঘের চরম সতর্কতা, ভারতে নাশকতা চালাতে বদ্ধপরিকর আল-কায়দা appeared first on Sangbad Pratidin.