shono
Advertisement

বিকল্প উপায়ে আয় বাড়বে রাজ্য বিদ্যুৎ সংস্থায়

স্টাফ রিপোর্টার:  গ্রাহকদের স্বার্থের কথা ভেবে এবার অন্য উপায়ে আয় বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ সংস্থা৷ বিদ্যুতের দাম না বাড়ানোর কথা আগেই বলেছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ এবার সিইএসসি-র মতো বিদ্যুতের বিলে বিজ্ঞাপন দিয়ে রাজস্ব বাড়ানোর প্রস্তাব দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী৷ সিইএসসি-র বিলে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে৷ […] The post বিকল্প উপায়ে আয় বাড়বে রাজ্য বিদ্যুৎ সংস্থায় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM Aug 17, 2016Updated: 09:59 AM Aug 17, 2016

স্টাফ রিপোর্টার:  গ্রাহকদের স্বার্থের কথা ভেবে এবার অন্য উপায়ে আয় বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ সংস্থা৷ বিদ্যুতের দাম না বাড়ানোর কথা আগেই বলেছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ এবার সিইএসসি-র মতো বিদ্যুতের বিলে বিজ্ঞাপন দিয়ে রাজস্ব বাড়ানোর প্রস্তাব দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী৷

Advertisement

সিইএসসি-র বিলে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে৷ একইভাবে বিদ্যুতের বিলে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা৷ পাশাপাশি রাজ্যের নানা প্রান্তে বিদ্যুৎ দফতরের অফিস ছাড়াও ইলেকট্রিক পোস্টে হোর্ডিং লাগাবে রাজ্যের সংস্থা৷ ওইসব পোস্টে বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের বিজ্ঞাপন দিতে পারবে৷ উল্লেখ্য, স্বশাসিত সংস্থা বিদ্যুৎ মূল্যায়ন পর্ষদ বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে নানাভাবে প্রস্তাব দিয়েছে বলে সূত্রে খবর৷

বিদ্যুতের দাম বাড়বে না, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়

The post বিকল্প উপায়ে আয় বাড়বে রাজ্য বিদ্যুৎ সংস্থায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement