Advertisement
পরনে শুধু অন্তর্বাস! সোফায় এলানো চাবুক ফিগারে ঝড় তুললেন অঙ্কিতা
অভিনেত্রীর এই ছবিগুলো দেখেছেন?
বরাবরই ছকভাঙা সাজে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অঙ্কিতা চক্রবর্তী। স্রোতের বিপরীতে সাঁতরাতেই ভালোবাসেন অভিনেত্রী।
'ইষ্টি কুটুম'-এর কমলিকা থেকে 'বিন্নি ধানের খই'-এর গিনি ৷ আবার কখনও ব্যোমকেশ সিরিজের মোহিনী বা মেদিনী ৷ এহেন বহু জনপ্রিয় চরিত্রের মাধ্যমে বাংলা বিনোদুনিয়ায় দর্শকদের অন্দরমহলে চেনা মুখ হয়ে উঠেছেন অঙ্কিতা।
বলা ভালো, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় দু'দশকের দোরগোড়ায় অভিনেত্রী। এখন 'ঝনক' ধারাবাহিকের দৌলতে মুম্বইবাসী অঙ্কিতা। সেখান থেকেই মাঝেমধ্যে বোল্ড ছবি শেয়ার করে অনুরাগীদের মনে ঝড় তোলেন।
Published By: Sandipta BhanjaPosted: 06:22 PM May 13, 2025Updated: 06:22 PM May 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
