Advertisement
গোলাপের মালা, আংটি বদলে শুভ পরিণয় অরুণ লাল-বুলবুলের, দেখে নিন বিয়ের ছবি
সাঁইতিরিশের বুলবুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল।
বিয়ে হয়ে গেল বুলবুল সাহা এবং অরুণ লালের। ফেসবুকে পোস্ট করে বুলবুল লিখেছেন,"সরকারিভাবে মিসেস লাল হলাম।" তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিবার এবং বন্ধুদের। বাংলা তথা দেশের প্রাক্তন ক্রিকেটারের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।
Published By: Tiyasha SarkarPosted: 01:34 PM May 02, 2022Updated: 03:59 PM May 02, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ