shono
Advertisement

Breaking News

বিজেপি নেতার পুত্র অপহৃত, কোটি টাকা মুক্তিপণ চাইল আলফা

ভিডিও মেসেজে দেখা গিয়েছে, কুলদীপকে ঘিরে রয়েছে পাঁচ জঙ্গি৷ The post বিজেপি নেতার পুত্র অপহৃত, কোটি টাকা মুক্তিপণ চাইল আলফা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM Aug 23, 2016Updated: 09:09 AM Aug 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গি উপদ্রব৷ চলতি মাসের এক তারিখে তিনসুকিয়া জেলা পরিষদের সহ-সভাপতি তথা বিজেপি নেতা রত্নেশ্বর মোরানের ছেলে কুলদীপ মোরানকে অপহরণ করেছে আলফা জঙ্গি গোষ্ঠী৷ শুধু তাই নয়, কুলদীপকে মুক্তি দিতে এক কোটি টাকা মুক্তিপণ চেয়েছে আলফা৷
বিজেপি বিধায়ক বোলিন চেটিয়াকে এক ভিডিও মেসেজ মারফত আলফা জানায়, কুলদীপকে ফিরে পেতে হলে এক কোটি টাকা মুক্তিপণ দিতে হবে৷ অভিযোগ, জঙ্গি গোষ্ঠী রত্নেশ্বরকে মুক্তিপণের টাকা বিধায়ক বোলিনের কাছ থেকে জোগাড় করার কথা বলেছে৷ কুলদীপ সম্পর্কে বিধায়ক বোলিনের ভাগনে৷ মামা বোলিনের কাছেই কাজ করতেন কুলদীপ৷ বোলিনের সঙ্গে কুলদীপের সম্পর্কও ছিল যথেষ্ট ঘনিষ্ঠ৷ সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে বোলিন বিজেপির টিকিটে সাদিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন৷ বোলিন এবং রত্নেশ্বর উভয়েই এক সময় কংগ্রেসে ছিলেন৷ বিধানসভা নির্বাচনের আগে তাঁরা দল পাল্টে বিজেপিতে যোগ দেন৷
আলফার তরফে আরও একটি ভিডিও মেসেজ প্রকাশ্যে আসার পরই অপহরণ ও মুক্তিপণের ঘটনাটি সামনে আসে৷ ওই ভিডিও মেসেজে দেখা গিয়েছে, কুলদীপকে ঘিরে রয়েছে পাঁচ জঙ্গি৷ তাদের সকলের মুখ ঢাকা৷ কুলদীপ তাঁর জীবন বাঁচানোর জন্য পরিবার এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কাছে আবেদন করছেন৷ প্রয়োজনে মুক্তিপণ বাবদ টাকার ব্যবস্থাও করতে বলছেন৷ অসম পুলিশ অবশ্য কুলদীপকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে৷ অন্যদিকে বিধায়ক বোলিন বলেছেন, ভাগনে তথা সহকারী কুলদীপকে উদ্ধার করতে তিনি যে কোনও কাজ করতে প্রস্তুত আছেন৷

Advertisement

The post বিজেপি নেতার পুত্র অপহৃত, কোটি টাকা মুক্তিপণ চাইল আলফা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement