Advertisement
রংবেরংয়ের উড়ন্ত প্রজাপতি! দেখা মিলবে কালিম্পংয়ের বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পে
নানা ধরনের মথও দেখতে পাবেন ওই ক্যাম্পে।
হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং কালিম্পং ফরেস্ট ডিভিশনের সহযোগিতায় কালিম্পংয়ের লোয়ার সুনতালা খোলায় শুরু হল প্রজাপতি ও মথ ওয়াচিং ক্যাম্প।
প্রথম ক্যাম্পটি হয় বক্সায়। দ্বিতীয় ক্যাম্পটি হল কালিম্পংয়ে। ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মোট ২৫ জন যোগ দিয়েছেন।
Published By: Sayani SenPosted: 08:50 PM May 01, 2022Updated: 08:51 PM May 01, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
