Advertisement
নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, গাইলেন গানও
নৌবাহিনীর কাছে সাবমেরিন চাইলেন মুখ্যমন্ত্রী।
নিউটাউনে উদ্বোধন নয়া এয়ারক্রাফট মিউজিয়াম। রাখা থাকবে ভারতীয় নৌসেনার অন্যতম সেরা ফাইটার জেট রাশিয়ান টিউ১৪২এম। ১৯৮৩-তে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পেয়েছিল সরকার।
আলিপুরদুয়ার থেকে ফিরে নিউটাউনের ডি জে ব্লকে মিউজমিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৮৮-তে প্রথম উড়ান। কার্গিলের পাশাপাশি অপারেশন ক্যাকটাস, অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতের হাতে যে ক’টি সাবেমরিন-বিধ্বংসী বিমান রয়েছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী এই ‘সাবমেরিন কিলার’। টানা ২৯ বছরের লাগাতার সফল নেভাল সার্ভিস শেষে অবসর ২০১৭-এ
২.২ একর জমিতে মোট ১১ কোটি টাকা ব্যয়ে কেএমডিএ আর হিডকো যৌথভাবে এটিকে ঘিরে মিউজিয়াম গড়ার সিদ্ধান্ত নেয়। দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম এটি। প্রথমটি রয়েছে বিশাখাপত্তনমে।
২০২০ থেকে কাজ শুরু হয়েছিল। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী শুক্রবার থেকে। টিকিটের মূল্য ৩০ টাকা। তবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বিনামূল্যে এটি ঘুরে দেখে যেতে পারবে।
Published By: Paramita PaulPosted: 06:40 PM Jun 08, 2022Updated: 07:20 PM Jun 08, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
