shono
Advertisement

হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি

জাকিরের বিরুদ্ধে FIR, বন্ধ হচ্ছে চ্যানেল! The post হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Jul 09, 2016Updated: 12:10 PM Jul 09, 2016

স্টাফ রিপোর্টার: এতদিন শুধু বিদ্বেষ ছড়ানো ও জঙ্গিদের অনুপ্রাণিত করার অভিযোগ ছিল৷ এবার সরাসরি সন্ত্রাসবাদীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ উঠে গেল বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে৷ তা-ও আবার মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সঈদের সঙ্গে! নানা ধরনের তথ্যপ্রমাণ নিয়ে আপাতত প্রবল চাপে জাকির৷

Advertisement

জাকিরকে চাপে ফেলতে একাধিক ‘প্ল্যান অফ অ্যাকশন’ ছকে ফেলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ জানা গিয়েছে, জাকিরের বিরুদ্ধে এফএইআর দায়ের করার পাশাপাশি পিস টিভি-র সম্প্রচার বন্ধ করে দিতে চলেছে সরকার৷ ব্রিটেন, কানাডা ও মালয়েশিয়ায় নিষিদ্ধ হলেও জাকিরের আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল পিস টিভি উপমহাদেশের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়৷ ওই চ্যানেলেই জাকির ধর্মপ্রচার করেন, নানা বক্তৃতা দেন৷ চ্যানেলটি ভারতে নিষিদ্ধ হলেও কয়েকটি কেবল নেটওয়ার্কে সেটি দেখা যেত৷ লাইসেন্সহীন ওই সমস্ত চ্যানেল সম্প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের জন্য নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জাকিরের মন্তব্য নিয়ে শুক্রবার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বৈঠকে জাকিরের প্রসঙ্গে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এই অবস্থায় নতুন একটি ভিডিও বার্তায় জাকির দাবি করেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে বিকৃত করে অহেতুক উত্তেজনা সৃষ্টি করছে৷ বাংলাদেশে জঙ্গি হানার নিন্দা করে জানান, তিনি চিরকাল সন্ত্রাসবাদ ও নিরীহ মানুষকে হত্যার বিরোধী৷

মুম্বইনিবাসী চিকিৎসক জাকির যতই সাফাই দিন না কেন, আপাতত তাঁকে নিয়ে তোলপাড় চলছে৷ তার মধ্যেই জানা গিয়েছে, জামাত-উদ-দাওয়ার ওয়েবসাইটে ধর্মীয় শিক্ষালাভের অন্যতম সূত্র হিসাবে উল্লেখ রয়েছে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের৷ মুম্বই হামলার প্রধান চক্রী সঈদের সঙ্গে জাকিরের গভীর সম্পর্কের এটাই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ বাস্তবে জামাত-উদ-দাওয়ার ওয়েবসাইটে দক্ষিণ এশিয়ার একমাত্র সংস্থা হিসাবে ইসলামিক রিসার্চ সেন্টারের ঠাঁই হয়েছে৷ উল্লেখ্য, ২০০৬-এর মুম্বই ট্রেন বিস্ফোরণে অভিযুক্ত ফিরোজ ঘাসওয়ালাও তার অনুপ্রেরণা হিসাবে জাকিরের নাম করেছিল৷ ২০০৩-এ শ্রীনগরে জাকিরের বক্তৃতা শুনে সে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়৷ তাকে নিয়োগ করেছিল রাহিল শেখ৷ ট্রেন হামলার চক্রান্তকারী রাহিল জীবনের অধিকাংশ সময় জাকিরের ফাউন্ডেশনে কাটিয়েছে৷ শুধু তাই নয়, ওই গোষ্ঠীর সদস্য ইরফান দেশমুখ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিয়ান হিসাবে কর্মরত ছিল৷ ঢাকার গুলশানে হামলাকারী জঙ্গিদের অন্তত দু’জন জাকিরের বক্তৃতা শুনে সন্ত্রাসবাদে উৎসাহিত হয়েছিল বলে অভিযোগ বাংলাদেশ পুলিশের৷

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই জাকিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার৷ সেই সূত্রে তাঁর সমস্ত ভিডিও, জনসভায় বক্তৃতা, সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট পরীক্ষা করছে মুম্বই পুলিশ৷ তাঁর ফাউন্ডেশনের আয়ের উৎসও খতিয়ে দেখা হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার জানান, “আমরা স্বতঃপ্রণোদিত হয়ে জাকিরের বক্তৃতা সম্পর্কে তদন্ত শুরু করেছি৷ সিডি পরীক্ষা করা হচ্ছে৷ বিস্তারিত তদন্ত হবে৷ সরকার কোনও মূল্যেই সন্ত্রাসবাদের সঙ্গে আপস করবে না৷” কড়া বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুও৷ তাঁর মত, জাকিরের বক্তৃতাগুলি আপত্তিকর৷ স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে পদক্ষেপ করবে বলেও তিনি জানান৷

চাপের মুখে আত্মপক্ষ সমর্থনে চেষ্টার কোনও ত্রূটি রাখেননি জাকির৷ বর্তমানে সৌদি আরবে রয়েছেন বলে দাবি করেছেন তিনি৷ সেখান থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারতের অনেক চ্যানেলেই আমার বক্তৃতার নির্দিষ্ট একটি ক্লিপিং দেখাচ্ছে৷ আসলে যা আমাকে বদনাম করার চেষ্টা৷ আমার বক্তব্যের একটা অংশ সেটা৷” বাংলাদেশি সংবাদপত্রের রিপোর্ট খারিজ করে তিনি জঙ্গি হামলার দায় অন্য ইসলাম প্রচারকদের উপর চাপিয়েছেন৷ জাকিরের দাবি, তাঁর কথায় কেউ ইসলাম সম্পর্কে উৎসাহী হতে পারেন৷ কিন্তু তিনি নির্দোষ মানুষের হত্যা ও সন্ত্রাসবাদের বিরোধী৷ মুসলিম হোক বা অমুসলিম, তিনি কাউকে হত্যায় উৎসাহ দেননি৷

The post হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement