shono
Advertisement

সেনা বিদ্রোহের মূল চক্রীরা ভারতে, সতর্ক করল তুরস্ক

তুরস্কের কায়দায় ভারতেও সেনা বিদ্রোহের ছক? The post সেনা বিদ্রোহের মূল চক্রীরা ভারতে, সতর্ক করল তুরস্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Aug 21, 2016Updated: 03:31 PM Aug 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কে সেনা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ‘ফেতুল্লা গুলেন টেররিস্ট অর্গানাইজেশন’ বা ‘এফইটিও’-এর সদস্যরা ভারতে অনুপ্রবেশ করেছে বলে দাবি করল তুরস্কের সরকারি সংবাদমাধ্যম৷ তুরস্কের বিদেশমন্ত্রকও ওই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে৷ তুরস্কের কায়দায় এ দেশের সেনাবাহিনীর অন্দরেও বিদ্রোহের ভাবনা জাগিয়ে তুলতে পারে জঙ্গিরা, সতর্ক করল তুরস্কের বিদেশমন্ত্রক৷

Advertisement

তুরস্কে সেনা বিদ্রোহ ব্যর্থ হলেও দমে যায়নি জঙ্গিরা৷ ফেতুল্লা গুলেন জঙ্গি সংগঠনের সদস্যরা গোটা বিশ্বেই তাদের ক্রিমিনাল নেটওয়ার্ক ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে৷ জঙ্গিদের পরবর্তী টার্গেট হতে পারে ভারত, সতর্ক করেছে তুরস্ক৷ সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মেভলুত কাভুসগলু জানিয়েছেন, ভারতে নানা বিদেশি সংগঠনের আড়ালে এফইটিও-র সদস্যরা অনুপ্রবেশ করেছে৷ এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হয় না!

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এক বৈঠকের পর সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই সুষমা স্বরাজকে তিনি এ বিষয়ে সতর্ক করেছেন৷ ভারত ছাড়াও অন্যান্য যে যে দেশে জঙ্গিরা গোপনে প্রবেশ করেছে, তাদেরও সতর্ক করা হয়েছে তুরস্ক প্রশাসনের পক্ষ থেকে৷ কোনও রাষ্ট্রই যেন ওই জঙ্গিদের প্রশ্রয় না দেয়, আবেদন করেছেন মেভলুত কাভুসগলু৷

এমনিতে তুরস্কের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ দৃঢ়৷ দুই দেশই একসঙ্গে জঙ্গি মোকাবিলা করার শপথ নিয়েছে৷ দুই দেশই একে অপরের জঙ্গি সংগঠনগুলি সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট আদানপ্রদান করার সিদ্ধান্ত নিয়েছে৷ গত ১৫ জুলাই এফইটিও-র নেতৃত্বে সেনার একাংশ নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে৷ পরে অবশ্য সরকারপন্থী সেনার চাপে পিছু হঠতে হয় বিদ্রোহীরা৷ প্রেসিডেন্ট এরদোয়ানের এক সময়ের ঘনিষ্ঠ ফেতুল্লা গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তোলা হয় তুরস্কের তরফে৷ কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ইস্তানবুল ও আঙ্কারার রাস্তায় নেমে বিদ্রোহকে ব্যর্থ করেন৷ বিদ্রোহীরা যে বিমানবন্দরে ঘাঁটি গেড়েছিল, সেখানেও জনতা ঘেরাও বিমানবন্দরকে দখলমুক্ত করে৷ সে সময় ভারত কূটনৈতিকভাবে তুরস্কের নির্বাচিত সরকারের পাশে দাঁড়ানোয় এদিন তুরস্কের প্রতিনিধি দল সুষমা স্বরাজকে ধন্যবাদ জানায়৷ তুরস্কে সেনা অভ্যুত্থানে প্রায় ২৪০ জন নাগরিক প্রাণ হারান, আহত হন ১৫০০ জনেরও বেশি৷

The post সেনা বিদ্রোহের মূল চক্রীরা ভারতে, সতর্ক করল তুরস্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement