Advertisement
বুথে সেলেবদের দেখে ভিড়! সেলফির আবদার, দেব-রুক্মিণী, বনি-কৌশানিদের ভোট-উৎসবের ছবি দেখুন
কেউ মাকে নিয়ে, আবার কেউ বাবার সঙ্গে ভোট দিলেন। দেখুন অ্যালবাম।
মায়ের সঙ্গে কসবা সারদা একাডেমির বুথে মায়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। ভোটকেন্দ্রেও ‘দায়িত্ববাণ’ মিমিকে দেখা গেল। বৃদ্ধকে আগলে রেখে ভোট দেওয়ালেন।
মহিলা দ্বারা পরিচালিত বুথ সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোটদান দেবের। সদর্পেই বললেন, ‘২০১৯ সালের লোকসভা ভোটের থেকে থেকে চব্বিশে তৃণমূলের ভালো রেজাল্ট হবে বাংলায়।’ রুক্মিণী মৈত্র মাকে নিয়ে ভোট দিলেন।
দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের অন্তিমদফায় গণতন্ত্রের উৎসবে শামিল সিংহভাগ টলিউড তারকারাই। ভোটচিহ্ন দেখিয়ে ছবি দিলেন অপরাজিতা আঢ্য।
বাবার সঙ্গে ভোট দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে হেরেই স্বল্প রাজনৈতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন অভিনেত্রী।
আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই শাশুড়িকে হারিয়েছেন তিনি। সেই শোক বুকে আগলেই বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হাজির 'দিদি নম্বর ১'।
মা মুনমুন সেনের সঙ্গে ভোটকেন্দ্রে রাইমা সেন। মা ভোটফ্যাশনের জন্য সবুজ রং বেছে নিলেও রাইমা হাঁটলেন সাদার পথেই।
বাবাকে নিয়ে ভোট দিলেন কৌশানী মুখোপাধ্যায়। আর মা পিয়া সেনগুপ্তকে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বনি।
Published By: Sandipta BhanjaPosted: 08:20 PM Jun 01, 2024Updated: 01:59 PM Jun 03, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
