shono
Advertisement

‘প্রতিচ্ছবি’তেই সর্বত্র বিরাজমান উমা, সন্তোষপুরের এই মণ্ডপে থাকছে বিশেষ চমক

দেখুন পুজো প্রস্তুতির ভিডিও। The post ‘প্রতিচ্ছবি’তেই সর্বত্র বিরাজমান উমা, সন্তোষপুরের এই মণ্ডপে থাকছে বিশেষ চমক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Sep 25, 2019Updated: 03:39 PM Sep 25, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন অ্যাভিনিয় সাউথ পল্লিমঙ্গলের পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: জমিদার বাড়ি হোক বা কুঁড়ে ঘর৷ ঈশ্বরের আরাধনার জন্য একটি আলাদা স্থান বা বেদি তৈরি করা হয়৷ সেখানেই পূজিত হন দেবদেবী৷ কিন্তু ঈশ্বর তো সর্বত্র বিরাজমান৷ তাঁকে কি আর এক স্থানে ধরে রাখা যায়? আর ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই এবার সন্তোষপুর অ্যাভিনিয় সাউথ পল্লিমঙ্গলের মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী সুশান্ত পাল৷ থিমের পোশাকি নাম ‘প্রতিচ্ছবি’৷

[আরও পড়ুন: ‘নবরস’-এর নবধারায় সেজে উঠছে হিন্দুস্থান পার্ক সর্বজনীন]

শিল্পী বলছিলেন, প্রথমবার এই পুজোর সঙ্গে যুক্ত হওয়াটাই ছিল একটা চ্যালেঞ্জ৷ কারণ সরু গলির ভিতর দুটি ফ্ল্যাটের মাঝে এতো অল্প এলাকায় নিজের শিল্পকে প্রাণ দেওয়া মুখের কথা নয়৷ তাছাড়া সুশান্ত পালের থেকে দর্শনার্থীদের প্রত্যাশাও থাকে অনেকখানি৷ তাই নিজের চিন্তাশক্তি দিয়ে অল্প জায়গাকেই কয়েকগুণ বাড়িয়ে নিয়ে পুজোপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে তৈরি শিল্পী৷ সেই কারণেই মণ্ডপসজ্জার উপকরণ হিসেবে বেছে নিয়েছেন আয়নাকে৷ গোটা মণ্ডপে এমনভাবে সেই আয়না বসানো হয়েছে, যে দর্শনার্থী যে প্রান্তেই দাঁড়ান না কেন, প্রতিমার প্রতিচ্ছবি দেখতে পাবেন সর্বত্র৷ অর্থাৎ মা এখানে সর্বত্র বিরাজমান৷

মণ্ডপের দু’দিকে দুটি ফ্ল্যাট৷ শিল্পীর ভাবনায় তারাও যেন একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে৷ ফ্ল্যাটের জানলায় জ্বলছে প্রদীপ৷ আর তার সামনেই মায়ের আরাধনা৷ সবমিলিয়ে মণ্ডপজুড়ে পুজো আর উৎসবের আমেজ৷ সুশান্ত পালের কথায়, “মণ্ডপে মোট চার হাজার প্রদীপ ব্যবহার করেছি৷ কিন্তু আয়নার কেরামতিতে তা চল্লিশ হাজারে পরিণত হবে৷ আর তাতেই এই জায়গাটা অনেকখানি প্রশস্ত মনে হবে৷” সৌম্যজিৎ ও সৌরেন্দ্রর থিম মিউজিকে পূর্ণতা পাবে শিল্পীর এই ভাবনা৷ তবে শুধু মণ্ডপেই নয়, প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক৷ মাটির তৈরি উমাই শিল্পীর ছোঁয়ায় পেয়েছে সেরামিক ফিনিশ৷ অর্থাৎ দেখলে মনে হবে, মা যেন চিনামাটির৷ বিগত বছরগুলিতে বহু পুরস্কারজয়ী এই পুজোয় এবার সুশান্ত পালের হাত ধরে আরও অনেক পুরস্কার আসবে৷ আত্মবিশ্বাসী পুজো উদ্যোক্তারা৷

[আরও পড়ুন: সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবে বেলেঘাটার এই পুজো]

The post ‘প্রতিচ্ছবি’তেই সর্বত্র বিরাজমান উমা, সন্তোষপুরের এই মণ্ডপে থাকছে বিশেষ চমক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement