মণিশংকর চৌধুরি: দুষ্টের দমন ও শিষ্টের পালন করতেই অসুর বিনাশে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। চিরকালই তাঁর আরাধনা করে এসেছে শক্তির উপাসক বাঙালি। অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই সেই আদিকাল থেকেই চলে আসলেও কালের নিয়মে তাতে লেগেছে কিছুটা আধুনিকতার ছোঁয়া। ফলে আধুনিক দৈত্যসম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনার ধর্মযুদ্ধই এবার হয়ে দাঁড়িয়েছে পুজোর থিম।
[আরও পড়ুন: প্রথমবার দুর্গা চরিত্রে রূপান্তরকামী, ‘অনন্য মহালয়া’য় মহিষাসুরমর্দিনী মেঘ সায়ন্তনী]
এই অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার ‘ইয়ং বয়েজ ক্লাব’। সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষ হিসেবে এবার ক্লাবের পুজোর থিম বালাকোট এয়ারস্ট্রাইক। পাক জঙ্গি ডেরায় ভারতীয় বায়ুসেনার হামলা ও অভিনন্দন বর্তমানের সেই সাহসিক মুহূর্তই এবার ফুটে উঠবে মধ্য কলকাতার চিৎপুরের তারাচাঁদ দত্ত স্ট্রিটের এই পুজোয়। বাস্তবকে যতটা সম্ভব ফুটিয়ে তুলতে মণ্ডপে থাকছে মিগ-২১ যুদ্ধবিমানের একটি প্রতিমূর্তি। সজ্জার জৌলুস আরও বাড়িয়ে থাকছে সমরসজ্জায় সজ্জিত উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রতিকৃতি। এই অভিনব মণ্ডপটি বানিয়েছেন মেদিনীপুরের শিল্পী দেবশংকর মহেশ।
কেন বালাকোট? এই প্রশ্নের উত্তরে, প্রধান উদ্যোক্তা রাকেশ সিং বলেন, ‘আমাদের ক্লাবের ৫০তম বর্ষপূর্তি হিসেবে কিছু অভিনব করতে চেয়েছিলাম। তাই বালাকোট হামলার দৃশ্য ফুটিয়ে তুলে আমরা শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। তাঁরা লড়াই করেন বলেই আমরা শান্তিতে ঘুমোতে পারি।’ ক্লাবের সভাপতি বিক্রান্ত সিং বলেন, ‘আগামী প্রজন্মের জন্য বালাকোট স্ট্রাইকের বিষয়ে জানাটা জরুরি। দেশের সীমানা সুরক্ষিত রাখতে সেনাবাহিনীকে যে কী মূল্য দিতে হয়, তা সবার জানা উচিত।’
উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যুত্তরে, ফেব্রুয়ারির ২৬ তারিখ পাকিস্তানের অন্দরে সন্ত্রাসদমন অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা৷ বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোট-সহ আরও কয়েকটি এলাকার জঙ্গি ঘাঁটিগুলি৷ পাক অধ্যুষিত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা বাহিনী৷ ওই দিন ভোররাতে ওই এলাকার জঙ্গিঘাঁটিগুলোর উপর আঘাত হানে ১২টি মিরাজ ২০০০ বোমারু বিমান৷ তাতে জইশ-ই-মহম্মদের বেশ কিছু ঘাঁটি নষ্ট এবং জঙ্গিদের প্রাণহানি হয়৷ তার পর পাক যুদ্ধবিমানের হামলা ও অভিনন্দনের লড়াই মিলে বাকিটা ইতিহাস। ফলে সেই টানটান উত্তেজনাপূর্ণ ঘটনাবলির স্বাদ পেতে হলে একবার আসতেই হবে ‘ইয়ং বয়েজ ক্লাব’-এর এই পুজোয়।
[আরও পড়ুন: ‘প্রতিচ্ছবি’তেই সর্বত্র বিরাজমান উমা, সন্তোষপুরের এই মণ্ডপে থাকছে বিশেষ চমক]
The post থিম বালাকোট এয়ারস্ট্রাইক, বায়ুসেনাকে অনন্য সম্মান জানাবে কলকাতার এই পুজো appeared first on Sangbad Pratidin.
