Advertisement
নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় হু হু করে জল ঢুকছে উপকূলবর্তী গ্রামে, সোমবারও চলবে বৃষ্টি
বাঁধ ভেঙে বিপর্যস্ত বহু গ্রাম।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে বাংলা। নিম্নচাপ ও ভরা কোটালে জেরে নাজেহাল দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। ছবি: বিশ্বজিৎ নস্কর।
সকাল থেকেই সুন্দরন, কাকদ্বীপ, গোসাবা, সাগর এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ভেঙেছে একাধিক নদীর বাঁধ। ছবি: বিশ্বজিৎ নস্কর।
বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। হু হু করে জল ঢুকছে গ্রাম। পরিস্থিতি সামাল দিতে বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছএন স্থানীয়রাই। ছবি: বিশ্বজিৎ নস্কর।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন। বৃষ্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিকভাবে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। ছবি: বিশ্বজিৎ নস্কর।
Published By: Tiyasha SarkarPosted: 08:25 PM Aug 14, 2022Updated: 08:26 PM Aug 14, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
