Advertisement
রণবীর-আলিয়া থেকে বিক্রান্ত-মেধা, ফিল্মফেয়ারে দাপট কাদের? দেখুন সেরা কিছু মুহূর্ত
কালো স্যুটে ফিল্মফেয়ারের রেড কার্পেটে দেখা যায় বাংলার হ্যান্ডসাম হাঙ্ক টোটা রায়চোধুরীকে।
৬৯তম ফিল্মফেয়ারে কাপুর আর ভাটের দাপটই দেখা গেল। 'অ্যানিম্যাল'-এর জন্য সেরা অভিনেতা হলেন রণবীর কাপুর।
আইভরি অফশোল্ডার ড্রেসে নজর কাড়লেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জন্য হলেন সেরা অভিনেত্রী।
'অ্যানিম্যাল'-এর সৌজন্যই তৃপ্তি দিমরি এখন বলিউডের 'ভাবি ২'। রেড কার্পেটে সিলভার গাউনে পোজ দেন অভিনেত্রী।
ব্ল্যাকনেট গাউনে ফিল্মফেয়ারের জন্য সেজেছিলেন জাহ্নবী। থাই স্লিট ব্ল্যাক গাউনে 'নমস্তে' করেন সারা আলি খান।
রণবীর এবার শুধু অ্যাওয়ার্ড নেননি পারফর্মও করেছেন। মাথায় গ্লাস নিয়ে 'জামাল কুদু' গানেও নাচেন বলিউডে 'অ্যানিম্যাল'।
'জামাল কুদু' গানেই নাচতে দেখা যায় করণ জোহর, ওরি, আয়ুষ্মান খুরানাকে। এদিন বরুণ ধাওয়ান, করিনা কাপুর ও সারা আলি খানও পারফর্ম করেন।
নীল স্যুটে ফিল্মফেয়ারে হাজির হন রাজকুমার রাও। গোলাপি শাড়িতে দেখা যায় শাবানা আজমিকে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জন্য সেরা সহ-অভিনেত্রী হয়েছেন তিনি।
হলুদ-কালো কম্বিনেশনের স্যুট পরে ক্যামেরার সামনে পোজ দেন করণ জোহর। স্ট্রাইপ স্যুটে দেখা যায় কার্তিক আরিয়ানকে।
Published By: Suparna MajumderPosted: 05:01 PM Jan 29, 2024Updated: 05:01 PM Jan 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
