Advertisement
হেডেনের মেয়ে, সারা তেণ্ডুলকরের বন্ধু, চেনেন আইপিএলের এই সুন্দরী সঞ্চালিকাকে?
ভারতকে নিজের 'দ্বিতীয় বাড়ি' বলে মনে করেন হেডেন-কন্যা।
আইপিএলের সঞ্চালিকাদের তালিকায় আকর্ষণীয় নাম গ্রেস হেডেন। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেনের মেয়ে। যিনি একসময় চেন্নাই সুপার কিংসে দাপটের সঙ্গে খেলেছেন।
এর আগে ২০২৩-র বিশ্বকাপে সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ভারতকে নিজের 'দ্বিতীয় বাড়ি' বলে মনে করেন গ্রেস। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সঞ্চালনা করেছেন।
চলতি আইপিএলের প্রথম দিকে ছিলেন না। তবে দ্বিতীয় পর্বে ভারতে আসেন। যন্ত্র কুকুর 'চম্পক'-এর সঙ্গে অজি সুন্দরী খেলার ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েন গ্রেস।
দিল্লি-পাঞ্জাব ম্যাচ মাঝপথে বাতিল হয়ে যায়। সেই ম্যাচে ধরমশালার স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন গ্রেস। আচমকা স্টেডিয়ামের আলো নিভে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন। পরে অবশ্য দেশে ফিরে যান।
গ্রেসের সঞ্চালনার মূল শক্তি তাঁর স্বতঃস্ফূর্ততা। কথায় ও সৌন্দর্যে দর্শকদের মনোরঞ্জন করায় তাঁর জুড়ি মেলা ভার। এছাড়া নাচটাও ভালোই জানেন। তবে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে গ্রেস আর ফিরবেন কি না জানা যাচ্ছে না।
Published By: Arpan DasPosted: 05:01 PM May 14, 2025Updated: 05:01 PM May 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
