Advertisement
পার্লারে যাওয়ার ঝক্কি নেই, নিজেই করুন 'সোপ নেলস' ম্যানিকিওর, কীভাবে?
গরম বলে নখসজ্জায় অবহেলা করবেন না।
প্রচণ্ড গরম। পোশাকের ক্ষেত্রে ওয়ার্ড্রোবে সামার কালেকশন চলে এসেছে কবেই। নখই বা কেন বাদ যাবে? কারণ, নখসজ্জাও তো ফ্য়াশনেরই অংশ। এখন ট্রেন্ডিং 'সোপ নেলস'।
নেলপলিশের কতই না বাহার। লাল, হলুদ, নীল এখন অনেকেই পছন্দ করেন। ন্যুড শেডও ফ্যাশনে ইন। তবে এখন নাকি 'সোপ নেলসে'র বাড়বাড়ন্ত।
বিয়েবাড়ি হোক বা অন্য কোনও অনুষ্ঠান। পরিবারের লোকজনের সঙ্গে রেস্তরাঁয় যাচ্ছেন। কিংবা প্রেমিকের সঙ্গে ডেটিং। পরনে সাবেকি হোক বা পাশ্চাত্যের ছাপ থাকুক না কেন। সব কিছুর সঙ্গে বেশ মানানসই 'সোপ নেলস'।
'সোপ নেলস' তৈরির জন্য ঘণ্টার পর ঘণ্টা পার্লারে গিয়ে সময় কাটানোর দরকার নেই। অতিরিক্ত খরচেরও কোনও প্রশ্ন নেই। কারণ, বাড়ি বসে অতি সহজে এই ধরনে ম্যানিকিওর করা যায়।
প্রথমে নখে লেগে থাকা নেলপলিশ রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন। এবার নখের আশপাশে থাকা চামড়া কেটে নিন। নেল ফাইল দিয়ে নখ ভালো করে ঘষে নিন। 'সোপ নেলসে'র ক্ষেত্রে নখ আয়তনে বেশি বড় না রাখাই ভালো।
Published By: Sayani SenPosted: 07:45 PM May 16, 2025Updated: 07:48 PM May 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
