Advertisement
মার্চের গোড়াতেই উদ্বোধন, সেজে উঠেছে হাওড়া মেট্রো স্টেশন, দেখুন ছবি
দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া!
মার্চের গোড়াতেই উদ্বোধন হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ অথবা ৭ মার্চ শহরের তিনটি মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন ধরেই নিয়েই প্রস্তুতি সারছে মেট্রো কর্তৃপক্ষ। ছবি: অমিত মৌলিক
গ্রিন লাইন অর্থাৎ, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে থাকা সবকটি স্টেশনের মধ্যে সর্বোচ্চ গেট থাকবে এই হাওড়া স্টেশনেই। ছবি: অমিত মৌলিক
এই হাওড়া মেট্রো স্টেশনটি এমনিতেই দেশের গভীরতম মেট্রো স্টেশন। মাটি থেকে ৩৫ মিটার গভীরে। ছবি: অমিত মৌলিক
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর ভাড়া রাখা হতে পারে ১০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকাই। হাওড়া স্টেশন থেকে গঙ্গার তলা দিয়ে মহাকরণ স্টেশন যেতে খরচ হবে ৫ টাকা। ছবি: অমিত মৌলিক
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই অংশে এখন ফিনিশিং টাচ চলছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি সম্প্রতি পরিদর্শণ করে গিয়ে কিছু জায়গায় তাঁদের অবজারভেশন জানিয়েছেন। সেগুলো ঠিক করার কাজ চলছে। ছবি: অমিত মৌলিক
স্মার্টকার্ড পাঞ্চ করে বা টোকেন ঠেকিয়ে ঢোকার পাশাপাশি কিউ-আর কোড স্ক্যান করেও ঢোকা বা বেরোনোর সুযোগ থাকবে হাওড়া মেট্রো স্টেশনে। ছবি: অমিত মৌলিক
চারটি স্টেশনে ট্রেনের থামা, যাত্রীদের ওঠানামা— সব মিলিয়ে প্রায় ১২ মিনিটের কাছাকাছি সময় লাগে বলে জানাচ্ছেন আধিকারিকেরা। ছবি: অমিত মৌলিক
Published By: Paramita PaulPosted: 08:35 PM Feb 24, 2024Updated: 06:06 PM Feb 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
