Advertisement
কৈশোরে স্তন ক্যানসারের অপারেশন, ১৯ পোষ্যের জননী, কীভাবে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন থাইকন্যা?
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন ওপাল সুচাতা।
১০৮ দেশের প্রতিযোগীর ভিড়েও যেন কিছুটা আলাদা তিনি। আর তাই তো সেরার সেরা ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের কন্যা।
এই প্রথমবার কোনও থাইকন্যা বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরলেন। এখনও পর্যন্ত ভারতের ৬ জন সুন্দরী এই খেতাব জিতেছেন। রিতা ফারিয়া পাওয়েল, ঐশ্বর্য রাই বচ্চন, ডায়ানা হেডেন, যুক্তামুখী, প্রিয়াঙ্কা চোপড়া ও মানুষী চিল্লার।
এবার হায়দরাবাদে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসে। প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ভারতের নন্দিনী গুপ্ত শেষ করেন প্রথম কুড়িতে।
ফুকেটে জন্ম সুচাতার। একজন থাই মডেল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যানসারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই।
Published By: Sayani SenPosted: 07:40 PM Jun 01, 2025Updated: 07:40 PM Jun 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
