Advertisement
বৃহস্পতিবার শুরু কমনওয়েলথ গেমস, ভারতকে সোনার পদক দিতে পারেন এই দশ খেলোয়াড়
শুটিং ইভেন্ট না থাকায় কমতে পারে ভারতের পদকের সংখ্যা।
একমাত্র ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে অলিম্পিকে দু'টি পদক পেয়েছেন পি ভি সিন্ধু। ব্যাডমিন্টনে সোনার পদক জেতার অন্যতম সেরা দাবিদার তিনি। ২০১৮ সালে এই টুর্নামেন্টে রুপো জিতেছিলেন তিনি।
টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু। কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে দেশকে সোনার পদক এনে দেবেন তিনি, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। এবার ৪৯ কেজি বিভাগে নামবেন চানু।
টোকিও অলিম্পিকে কুস্তির ৫৭ কেজি বিভাগে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। কমনয়েলথ গেমসে সোনা জেতার প্রবল দাবিদারের তালিকায় তাঁকে উপরের দিকেই রাখছেন বিশেষজ্ঞরা।
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন দীপিকা পাল্লিকাল-জ্যোৎস্না চিনাপ্পা জুটি। এবারের কমনওয়েলথ গেমসে স্কোয়াশের ডাবলস ইভেন্টে সোনা জিততে পারেন তাঁরা।
মহিলাদের ক্রিকেটকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা হয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সোনা জেতার দৌড়ে এগিয়ে রয়েছে উইমেন ইন ব্লু।
টোকিও অলিম্পিকে বক্সিং থেকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লভলিনা বরগোহাঁই। বার্মিংহ্যাম থেকে দেশকে সোনার পদক এনে দেওয়ার আরেক প্রধান দাবিদার তিনি।
ইতিহাস গড়ে থমাস কাপ জিতেছিল ভারতীয় দল। পুরুষদের ব্যাডমিন্টন বিভাগে সোনা জিততে পারেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত।
ইতিমধ্যেই দু'টি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন কুস্তিগির বিনেশ ফোগাট। সাম্প্রতিককালে সেরকম ভাল ফর্মে না থাকলেও বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। দেশকে তৃতীয়বারের জন্য সোনার পদক এনে দিতেই পারেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:54 PM Jul 28, 2022Updated: 03:15 PM Jul 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
