Advertisement
জন্মদিনে ধর্ম-কর্মে মন কঙ্গনার, শক্তিপীঠে পুজো অভিনেত্রীর, দেখুন অ্যালবাম
বগলামুখী-জোয়ালা দেবীর দর্শনে অভিনেত্রী।
কঙ্গনা রানাউত বরাবরই আধ্যাত্মিক। দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র চষে ফেলেছেন ইতিমধ্যেই। কখনও শুটের ফাঁকে আবার কখনও বা জীবনের বিশেষ দিনে ঈশ্বরের শরণাপন্ন হন অভিনেত্রী।
এবার জন্মদিনেও ধর্ম-কর্মে মন কঙ্গনার। ২৩ মার্চ ৩৭ বছরে পা রাখলেন অভিনেত্রী। শনিবার সেই প্রেক্ষিতেই শক্তিপীঠে পুজো দিলেন কঙ্গনা রানাউত।
প্রথমে মা বগলামুখীর দর্শন করে পরে গেলেন জোয়ালা দেবীর মন্দিরে। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে সেই শক্তিপীঠের বর্ণনা দিলেন কঙ্গনা।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এই বছরেও আমি জন্মদিনে মা শক্তির দর্শন করলাম। হিমাচলের বিশ্বখ্যাত বগলামুখীর দর্শন করে পরিবারের সঙ্গে শক্তিপীঠ জ্বালাদেবীর মন্দিরে গিয়েছিলাম।"
এই পোস্টেই কঙ্গনার সংযোজন, "এই প্রাচীন শক্তিপীঠে মা সতীর জিহ্বা পরেছিল। এখানে আদিকাল ধরে জ্যোতির প্রজ্জ্বলন। জল কিংবা কোনও পদার্থ এই প্রদীপের আগুন নেভাতে পারে না।"
সেই শক্তিপীঠ নিয়ে প্রচলিত কাহিনিও শোনালেন অভিনেত্রী। লিখেছেন, "পুরোহিতমশাই যখন লোটা থেকে ওই জ্যোতিতে জল ঢাললেন, তখন সেই জলও আগুনে পরিণত হল। মায়ের এই দিব্যরূপের দর্শন করে সকলেই হতবাক হয়ে মা শক্তির পুজো করা শুরু করেন।"
ছোটবেলায় কঙ্গনা নিয়ম করে জোয়ালা দেবীর দর্শন করতেন। সেই কথা মনে করেই বলিউড অভিনেত্রী জানালেন, "আজ বহু বছর পর মায়ের ডাক এল। তাই সকলের মঙ্গলকামনা করে এলাম। জয় মাতা দি।"
কঙ্গনাকে দেখা গেল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল পোশাকে। ললাটে হলুদ তিলক। কঙ্গনার সঙ্গে দেখা গেল তাঁর পরিবারের সদস্যদেরও। পিসির কোলে চড়ে দেবীদর্শন সারলেন তাঁর ছোট্ট ভাইঝি।
Published By: Sandipta BhanjaPosted: 07:07 PM Mar 23, 2024Updated: 07:07 PM Mar 23, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
