Advertisement
এবার সরস্বতী পুজোর থিম পার্থ-অর্পিতা! কলকাতার কোন মণ্ডপে দেখা যাবে?
কুমোরটুলিতে চলছে শেষবেলার প্রস্তুতি।
মাঝে আর মাত্র কয়েকটা দিন। তারপরই সরস্বতী পুজো। অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। আর মৃৎশিল্পের আঁতুরঘর কুমোরটুলিতে সেই সরস্বতী পুজোরই প্রস্তুতি চলছে পুরোদমে। ছবি: অমিত ঘোষ
করোনা কাল কাটিয়ে সুদিন ফিরেছে কুমোরটুলিতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বায়না। বাড়ির পুজো, পাড়ার ক্লাব থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে প্রতিমা। ছবি: অমিত ঘোষ
এবার সরস্বতী পুজোর সঙ্গে জুড়ে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলাও। মানিকতলার একটি পুজো মণ্ডপের জন্য তৈরি হচ্ছে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মূর্তি। যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ছবি: অমিত ঘোষ
যে প্রতিমা কুমোরটুলি থেকে ভিনজেলা বা ভিনরাজ্যে যাবে, তা ইতিমধ্যেই তৈরি। কুমোরপাড়া থেকে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। ছবি: অমিত ঘোষ
Published By: Sulaya SinghaPosted: 04:00 PM Jan 22, 2023Updated: 04:02 PM Jan 22, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
