shono
Advertisement
Ujaan Ganguly

'কাতুকুতু বুড়ো'র সেটে গুরুতর চোট পেলেন উজান গঙ্গোপাধ্যায়, সামনেই অস্ত্রোপচার!

কেমন আছেন? জানালেন চূর্ণী-কৌশিকপুত্র।
Published By: Sandipta BhanjaPosted: 05:48 PM Dec 08, 2025Updated: 06:46 PM Dec 08, 2025

শম্পালী মৌলিক: প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা সিনেমা পরিচালনায় উজান গঙ্গোপাধ্যায়। বর্তমানে 'কাতুকুতু বুড়ো'র শুটিংয়ে ব্যস্ত পরিচালক-অভিনেতা। আর সেই ছবির সেটেই দুর্ঘটনার সম্মুখীন চূর্ণী-কৌশিকপুত্র। জানা গিয়েছে, শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন উজান। কীভাবে এই বিপত্তি ঘটল? জানতে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল উজান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শারীরিক পরিস্থিতি নিয়ে কী জানালেন তিনি?

Advertisement

পরিচালক-অভিনেতা জানিয়েছেন, চার-পাঁচদিন আগে 'কাতুকুতু বুড়ো'র এক চেজিং সিকোয়েন্সের শুটিং করছিলেন তিনি। আর সেই তাড়া করার দৃশ্যে অভিনয় করতে গিয়েই ঘটে বিপত্তি! ক্যামেরার ট্রলির উপর পড়ে যান উজান। যার জেরে পায়ে গুরুতর চোট পেয়েছেন। ছিঁড়ে গিয়েছে হাঁটুর এসইএল লিগামেন্ট। এখন কেমন আছেন?

মা-বাবার সঙ্গে উজান গঙ্গোপাধ্য়ায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

উজানের কথায়, চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী অস্ত্রোপচার করতে হতে পারে। আপাতত বিশ্রামে থাকাই শ্রেয়। কিন্তু নিজের জন্য গোটা টিমকে সমস্যায় ফেলতে নারাজ পরিচালক-অভিনেতা। তাই পায়ের চোট নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসকের পরামর্শে ক'দিন বাদে ফের পরীক্ষানীরিক্ষা করাতে হবে উজানকে। সেরকম পরিস্থিতি বুঝলে তবেই অস্ত্রোপচার হবে।

প্রসঙ্গত, 'রসগোল্লা', 'লক্ষ্মীছেলে'র সুবাদে অভিনেতা হিসেবে দক্ষতার স্বাক্ষর আগেই রেখেছিলেন উজান গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নেটফ্লিক্সের অ্যানিমেশন সিরিজ 'কুরুক্ষেত্র'র সুবাদে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন চূর্ণী-কৌশিকপুত্র। যা জাতীয়স্তরে সাড়া ফেলে দিয়ে নেটফ্লিক্সের সেরা দশের শীর্ষস্থানেও নাম লিখিয়ে ফেলেছিল। এবার পূর্ণাঙ্গ বাংলা সিনেমা পরিচালনায় উজান। আর সেই সিনেমার শুটিং চলাকালীনই পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা সিনেমা পরিচালনায় উজান গঙ্গোপাধ্যায়।
  • সেই ছবির সেটেই দুর্ঘটনার সম্মুখীন চূর্ণী-কৌশিকপুত্র।
  • ক্যামেরার ট্রলির উপর পড়ে যান উজান। যার জেরে পায়ে গুরুতর চোট পেয়েছেন।
Advertisement