shono
Advertisement

Breaking News

দেশে এখন বর্ষার ভরা মরশুম

এবছর বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে বেশি The post দেশে এখন বর্ষার ভরা মরশুম appeared first on Sangbad Pratidin.
Posted: 10:37 PM Jul 14, 2016Updated: 05:07 PM Jul 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ দেশে এখন ভরা বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে৷ মৌসম ভবন সূত্রে খবর, নির্ধারিত সময়ের দু’দিন আগেই রাজস্থানের সীমানা ছুঁয়েছে বর্ষা৷

Advertisement

এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৪ শতাংশ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ তাদের সাম্প্রতিক বুলেটিনে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব ভারত ছাড়া দেশের অন্যান্য অংশে এখন ভরা বর্ষা৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজস্থান, কচ্ছ-সহ অবশিষ্ট সমস্ত অংশে বর্ষা প্রবেশ করেছে৷

গত ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করে৷ নির্ধারিত সময়ের সাতদিন পরে৷ বর্ষার মরশুমের সেই শুরু৷ জুলাইয়ের ১৫ তারিখ কচ্ছ ও রাজস্থানে প্রবেশ করার পর এখন দেশে বর্ষার ভরা সংসার৷ এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আগাম সতর্কতা জানিয়ে রেখেছে মৌসম ভবন৷

অন্যদিকে, বৃহস্পতিবার রাজস্থানের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ডুঙ্গারপুর জেলার গলিয়াকোটে সর্বাধিক বৃষ্টিপাত হয়। রাজস্থানের একাধিক শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জয়পুর ও ভরতপুর ছাড়া রাজ্যের বাকি অংশগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। রাজ্যের ১৮টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

The post দেশে এখন বর্ষার ভরা মরশুম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement