Advertisement
ঠিক যেন ঝুলন গোস্বামী! মাঠে বল হাতে চমকে দিলেন অনুষ্কা, দেখুন ছবি
শুটিংয়ের ফাঁকে ঝালমুড়ি ও পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সেরেছেন অভিনেত্রী।
ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতে কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন অনুষ্কা। শহরে পা রাখার পরদিনই নীল জার্সি পরে নেমে পড়েছিলেন ইডেনে।
শুক্রবার অনুষ্কাকে দেখা গেল ভিন্ন লুকে। ইডেনে অভিনেত্রীর ঘাড় পর্যন্ত চুল ছিল। এদিনের শুটিংয়ে দিন বয়েজ কাট চুলে দেখা যায় তাঁকে। পরণে ছিল সাদা জার্সি।
কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তাঁর রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন অনুষ্কা। সেই নমুনা দেখা গেল ময়দানে।
শুটিংয়ের পাশাপাশি বাংলার খাবারও দিব্যি খেয়েছেন অনুষ্কা। ঝালমুড়ি ও নুন মাখানো পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সেরেছেন তিনি।
কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা ঝুলন দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছিলেন, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হচ্ছে।
Published By: Suparna MajumderPosted: 09:38 PM Oct 21, 2022Updated: 05:07 PM Oct 23, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
