shono
Advertisement

Breaking News

নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে মন্ত্রী

দেখুন সেই ভিডিও- The post নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:36 PM Aug 16, 2016Updated: 06:06 PM Aug 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে জড়ালেন ওড়িশার ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী যোগেন্দ্র বেহরা৷ গতকাল, কেওনঝাড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে পতাকা উত্তোলন করার পর আচমকাই মন্ত্রীর চপ্পলের ফিতে খুলে যায়৷ সেই ফিতে বেঁধে দেওয়ার জন্য কাছেই দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন মন্ত্রী৷

Advertisement

স্থানীয় এক সংবাদ চ্যানেল সেই ঘটনার ভিডিও তুলে অনলাইনে প্রকাশ করে৷ নিরাপত্তারক্ষী মন্ত্রীর চপ্পলের ফিতে বেঁধে দিচ্ছে, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ মন্ত্রীর বিরুদ্ধে নানা মহলে সমালোচনার ঝড় ওঠায় তাঁর সাফাই, “আমি একজন ভিআইপি৷” “একজন মন্ত্রীর চটির ফিতে বেঁধে দিচ্ছে একজন সরকারি কর্মচারী, এ দৃশ্য দেখে ব্রিটিশ আমলে ফিরে গিয়েছি মনে হচ্ছে”, যোগেন্দ্রর সমালোচনা করে এ কথা বলেন আইনজীবী প্রহ্লাদ সিং৷

দেখুন সেই ভিডিও-

#WATCH: Odisha Minister Yogendra Behera makes PSO tie his sandal straps in public in Kendujhar, says ‘I am a VIP’https://t.co/yB0ZUslWxt

— ANI (@ANI_news) August 16, 2016

The post নিরাপত্তারক্ষীকে দিয়ে চপ্পলের ফিতে বাঁধিয়ে বিতর্কে মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement