Advertisement
নাগপুর মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী, টিকিট কেটে ট্রেনে চেপে সফর মোদির, দেখুন অ্যালবাম
কচিকাঁচাদের সঙ্গে গল্প করতে করতে মেট্রো চড়লেন প্রধানমন্ত্রী।
নাগপুরে প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে রবিবার মেট্রো পরিষেবার সূচনা করলেন তিনি।
নিত্যযাত্রীদের মতো মেট্রো চড়লেন প্রধানমন্ত্রীও। যথাযথ নিয়ম মেনে ঝটিকা সফরে মেট্রো যাত্রায় বেরিয়ে পড়েন তিনি।
ফ্রিডম পার্ক থেকে খাপরি- এইটুকু পথ মেট্রোয় পাড়ি দিলেন প্রধানমন্ত্রী। তবে আর পাঁচজনের মতোই টিকিট কেটে ট্রেনে চাপলেন মোদি।
মেট্রো সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন একনাথ শিণ্ডেও। যাত্রীরা প্রতিদিন কেমন সুবিধা পাবেন, সেই বিষয়গুলি খতিয়ে দেখেন মোদি।
ঝকঝকে প্ল্যাটফর্ম থেকে মেট্রোয় ওঠেন প্রধানমন্ত্রী। সাধারণ যাত্রীদের ভিড়েই মেট্রোয় ওঠেন প্রধানমন্ত্রী।
স্কুলের কচিকাঁচাদের পাশাপাশি মেট্রোতে উঠেছিলেন সাধারণ মানুষও। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলেন প্রধানমন্ত্রী।
সদ্যোজাত একটি শিশুকে দেখে তাকে কোলে নিতে চান প্রধানমন্ত্রী। শিশুটির মায়ের সঙ্গে কথাও বলেন তিনি। সকলের আবদারে শিশুটির পরিবারের সঙ্গেও ছবি তোলেন মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 03:48 PM Dec 11, 2022Updated: 03:57 PM Dec 11, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
