Advertisement
আম্বানিদের 'রোমান হোলি' পার্টিতে এসে 'দোষ কাটালেন' প্রিয়াঙ্কা, 'হট' বউকে দেখে 'হাঁ' নিক!
কীভাবে আম্বানিদের হোলি পার্টিতে দ্যুতি ছড়ালেন 'দেশি গার্ল'? দেখুন অ্যালবামে।
জামনগরে গোটা বলিউড উপস্থিত থাকলেও খান-কাপুরদের ভিড়ে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায়নি। তবে এসেছিলেন তাঁর মা মধু চোপড়া।
আম্বানিদের মুম্বইয়ের বাসভবনে শুক্রবার ইশা আয়োজন করেছিলেন ও রোমান হোলি থিমের পার্টি। যৌথ উদ্যোক্তা অবশ্য আরেক জুয়েলারি সংস্থাও।
সেখানেই যোগ দিয়েছিলেন ইশা আম্বানির ভালো বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। ডিনার টেবিলে দুই বান্ধবীকে আড্ডায় মশগুলও দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, শিল্পা শেট্টি-সহ আরও অনেকে।
আম্বানিদের দুই বউমা শ্লোক মেহেতা এবং রাধিকা মার্চেন্টের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। নজর কেড়েছে ইশার রংবাহারি ড্রেসও।
Published By: Sandipta BhanjaPosted: 07:22 PM Mar 17, 2024Updated: 08:47 PM Mar 17, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
