shono
Advertisement

কাশফুলের মাঝে মায়ের আগমনি বার্তা, উৎসবের মেজাজ এই মণ্ডপে

আপনিও সেই অনুভূতিতে শামিল হবেন তো? The post কাশফুলের মাঝে মায়ের আগমনি বার্তা, উৎসবের মেজাজ এই মণ্ডপে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:22 PM Oct 07, 2018Updated: 01:22 PM Oct 07, 2018

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন এভিনিউ সাউথ পল্লিমঙ্গলের পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: গত ছ’বছর ধরে একই শিল্পীর উপর ভরসা রেখে চলেছেন এভিনিউ সাউথ পল্লিমঙ্গল পুজো কমিটির উদ্যোক্তারা৷ ভরসা রাখার কারণও রয়েছে৷ কারণ প্রতিবারই সেই মর্যাদার মান রেখে আসছেন শিল্পী রিন্টু দাস৷ প্রতিবারই নতুন নতুন ভাবনা দিয়ে মণ্ডপ গড়েন তিনি৷ এবারও তাঁর ভাবনাতেই সাজবে মণ্ডপ৷ যে ভাবনার পোশাকি নাম ‘মায়ের চরণ চিহ্নে কুসুমে কুসুম’৷

[পুজোয় অগ্নিতে শুদ্ধ হচ্ছে এস বি পার্ক সর্বজনীনের মণ্ডপ! ব্যাপারটা কী?]

কী এই ভাবনা? তিথি-নক্ষত্র দেখে প্রতিবারই পুজো আসে৷ থাকে ১২০ ঘণ্টা মতো৷ কিন্তু সেই ১২০ ঘণ্টাও যেন ১২০ মিনিটের মতো বয়ে চলে যায়৷ চোখের নিমেশে শেষ হয়ে যায় পুজোর পাঁচটা দিন৷ তারপর আবার সেই ৩৬৫ দিনের অপেক্ষা৷ পুজো আসছে আসছে অনুভূতির মধ্যে যে আনন্দ আছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন৷ আর সেই অনুভূতিই এবার এভিনিউ সাউথের আনাচে-কানাচে৷ মায়ের আগমনিতে আকাশ-বাতাসে যেভাবে পুজোর গন্ধ লাগে, এ মণ্ডপে সেই পরিবেশেরই ছোঁয়া৷ শরতের পেঁজা তুলোর মতো মেঘ, রেললাইনের ধারে ফুটে থাকা কাশফুল, শিউলির গন্ধ, এসবই তো মায়ের আগমনের বার্তা দিয়ে যায়৷ সেই মুহূর্তগুলোকেই এবার মণ্ডপে বন্দি করছেন রিন্টু দাস৷ মণ্ডপে ঢোকার মুখ থেকেই রাশি রাশি কাশফুল চোখকে তৃপ্তি দেবে৷ সাদা পাইপ ব্যবহার করে তার মধ্যে আলোর ছটা দিয়েই কাশফুলের এফেক্ট তৈরি করা হয়েছে৷ আর মণ্ডপের ভিতরে দেবীর ত্রিনয়নের নিচেই হবে মায়ের আরাধনা৷

[মায়ের হাত ধরে শৈশবে ফিরতে এবার গন্তব্য হোক টালা বারোয়ারি]

রিন্টু দাসের সঙ্গে আবারও জুটি বেঁধে প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুরজিৎ পাল৷ আর সৈকত দেবের আবহে উৎসব শুরুর মুহূর্তই দর্শনার্থীদের মনকে দোলা দেবে৷ ৫২ বছর পূর্তিতে উদ্যোক্তাদের আশা, প্রতিবারের মতো এবারও সন্তোষপুর এলাকার এই মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে৷ পুজোর মধ্যেই মিলবে পুজোর আগমনের আনন্দ৷ আপনিও সেই অনুভূতিতে শামিল হবেন তো?

The post কাশফুলের মাঝে মায়ের আগমনি বার্তা, উৎসবের মেজাজ এই মণ্ডপে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement