Advertisement
সতীর্থদের কাঁধে চেপে টেনিস কোর্টকে বিদায়, ফেডেরারের শেষ ম্যাচে আবেগের বিস্ফোরণ, দেখুন ছবি
এই ছবিগুলি চোখ ভেজাবে আপনারও।
লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচে ম্যাছে ফেডেক্সের সঙ্গী ছিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। যদিও শেষ ম্যাচে ৬-৪, ৬-৭, ৯-১১ পয়েন্টে হারে কিংবদন্তি জুটি।
শেষ ম্যাচে সাজঘরে গিয়ে একা হয়ে যেতে চাননি ফেডেরার। সেজন্য শেষ ম্যাচ ডাবলস খেলার সিদ্ধান্ত। সঙ্গী হিসাবেও তাই বেছেছিলেন প্রিয় বন্ধু নাদালকে। দুই কিংবদন্তিকে ছুঁয়ে দেখার আর্তি সমর্থকদের।
ফেডারের বিদায়ের মঞ্চে ছিলেন নোভাক জকোভিচ, অ্যান্ডি মারেরা। কিংবদন্তির অবসরের দিন চোখে জল ধরে রাখতে পারলেন না তাঁরাও।
দর্শকদের আবেগ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি রজার। কেঁদেছেন শিশুর মতো। গোটা কোর্ট ঘুরে চোখের জলেই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বললেন,"এটা একটা দুর্দান্ত সফর ছিল। আরও একবার এটা হলে ভাল হত।"
Published By: Subhajit MandalPosted: 09:46 AM Sep 24, 2022Updated: 09:46 AM Sep 24, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
