shono
Advertisement

৭৫ বছর বয়সে ফের স্ত্রীর সঙ্গে মালাবদল শান্তিপুরের উপপ্রধানের

৭৫-এর বর আর ৬৭-এর কনেকে নিয়ে অভূতপূর্ব এই বিয়ের আসর বসেছিল মেচেদার এক অতিথিশালায়৷ The post ৭৫ বছর বয়সে ফের স্ত্রীর সঙ্গে মালাবদল শান্তিপুরের উপপ্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM Oct 14, 2016Updated: 01:02 PM Oct 14, 2016

স্টাফ রিপোর্টার: ৭৫ বছরের ‘বুড়ো’ বর আর ৬৭ বছরের ‘কনে’৷ অভূতপূর্ব এই বিয়ের আসর বসেছিল মেচেদার এক অতিথিশালায়৷ ৫০তম বিবাহবার্ষিকীতে নিজের স্ত্রীকেই মালাবদল করে ও আংটি পরিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন কোলাঘাটের রামচন্দ্রপুরের বাসিন্দা সন্তোষ ঘড়া৷ তিনি আবার শান্তিপুর-দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান৷ অভিনব এই বিয়ের আসরে হাজির হয়ে ‘বুড়ো’ বর-বউকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ উপস্থিত ছিলেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরি, মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা-সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা৷ ছিলেন সন্তোষবাবুর তিন ছেলে, তিন পুত্রবধূ, চার মেয়ে, চার জামাই-সহ ১১জন নাতি-নাতনি৷
এ বিষয়ে সন্তোষবাবু বলেন, “দ্বিতীয়বার বরবেশে সেজে জীবনে এক অনাবিল আনন্দ অনুভব করছি৷ এই আনন্দ জীবনের শেষ দিন পর্যন্ত অনুভব করতে চাই৷ তাছাড়া পরিবারের সবাই ও প্রিয়জনকে একসঙ্গে কাছে পেয়ে আমি আনন্দিত ও গর্বিত৷” সন্তোষবাবুর স্ত্রী দীপ্তিরানি ঘড়া মুচকি হেসে লাজুক চোখে বললেন, “ওকে আবার নতুন করে ফিরে পেলাম৷ জীবনের শেষ ক’টা দিন ওঁকে পাশে নিয়েই বাঁচতে চাই৷ আজ নিজেকে বড্ড বেশি ভাল লাগছে৷” আতরের তীব্র গন্ধ, সানাইয়ের সুরে ওই দিন মেচেদার গেস্ট হাউসের পরিবেশ মোহময় হয়ে উঠেছিল৷
দ্বিতীয়বার নিজের স্ত্রীকে বিয়ে করার মধ্য দিয়ে সন্তোষবাবু তাঁর ৫০তম বিবাহবার্ষিকীও পালন করলেন৷ এই বিয়েবাড়ির আসরে উপস্থিত পাঁচশতাধিক আমন্ত্রিত অতিথিকে ভূরিভোজ করানো হয়৷ অতিথিরাও ওই দম্পতিকে উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান৷ পরিবহণমন্ত্রী শুভেন্দুবাবু প্রায় আধঘণ্টা বিয়েবাড়িতে উপস্থিত থেকে তাঁর পিতৃতুল্য সন্তোষবাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷ অনুষ্ঠানে উপস্থিত মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বামদেব গুছাইত বলেন, “বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের বিয়ের ঘটনা বিরল৷ এই ঘটনার মধ্য দিয়ে দাম্পত্য সম্পর্কের ভিত আরও মজবুত হবে৷” সন্তোষবাবুর মেয়ে, জামাই ও ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকেন৷ তাঁরা এই বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন৷
রজনীগন্ধার মালা ও পাঞ্জাবি পরা অবস্থায় সন্তোষবাবু কিছুটা আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন৷ লাল টুকটুকে বেনারসি পরা ও ঠোঁটে লাল লিপস্টিক পরা অবস্থায় মেয়ে, নাতি, নাতনিদের মাঝে দীপ্তিদেবী যেন মোহময়ী হয়ে উঠেছিলেন৷
এই বিয়েবাড়ির আসরে ভূরিভোজের ছিল এলাহি আয়োজন৷ চিকেন, মটন, চিংড়ি, ভেটকি ও আইসক্রিম-সহ নানা পদের ব্যবস্থা ছিল৷ ৭৫ বছরের সন্তোষবাবু মাতঙ্গিনী ব্লকের রাজনীতিতে বৃদ্ধ ঘোড়া হিসাবে পরিচিত৷ বর্তমানে তিনি শান্তিপুর-দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন৷ টানা ৪০ বছর কংগ্রেস করেছেন৷ এখন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে  পঞ্চায়েত সদস্য হওয়ার পর উপপ্রধান পদ সামলানোর দায়িত্ব পেয়েছেন সন্তোষবাবু৷ একাধিকবার তিনি গ্রাম প্রধান পদের দায়িত্বও সামলেছেন৷ বর্ষীয়ান এই রাজনীতিবিদকে কেন্দ্র করেই শান্তিপুর-দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়৷ পুজোর মরশুমে সন্তোষবাবুর বিয়েকে ঘিরে মাতঙ্গিনী ব্লকের রাজনৈতিক মহলও খুশির মেজাজে৷

Advertisement

The post ৭৫ বছর বয়সে ফের স্ত্রীর সঙ্গে মালাবদল শান্তিপুরের উপপ্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement