Advertisement
'সিলভার গার্ল' সৌরসেনী, বোল্ড লুকে উষ্ণ করলেন নেটভুবন
লাস্যময়ী সৌরসেনীর এই ছবিগুলি দেখেছেন?
'তোমার এত সুন্দর হওয়ার কোনও অধিকারই নেই'- সুন্দরী বলেই কি নেটপাড়ায় নিজের ছবিতে এমন ক্যাপশন দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় এই নায়িকা?
তাঁর বোল্ড লুকে ঘায়েল এখন নেটপাড়া। সিনেমার দিক থেকেও তাঁর সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। তিনি মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
সোশাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। তাঁর নানা ফটোশুটে উপচে পড়ে নেটিজেনদের মন্তব্য। শুধু তাই নয় ছবির ক্যাপশনেও যেন এক রহস্য জিইয়ে রাখেন সৌরসেনী। (ছবি: ইনস্টাগ্রাম)
প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক।
Published By: Arani BhattacharyaPosted: 10:01 PM Jun 07, 2025Updated: 02:16 PM Jun 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
