Advertisement
বিতর্কিত বিপ্লব দেব, একনজরে দেখে নিন তাঁর আলটপকা কয়েকটি মন্তব্য
মুখ্যমন্ত্রিত্বের ৪ বছরে একাধিকবার হাসির খোরাক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালের ৯ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন বিপ্লব কুমার দেব। আগরতলায় শপথ গ্রহণের করে কাজ শুরুর মাস খানেকের মধ্যেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হন তিনি।
বিপ্লব দেবের বিতর্কিত মন্তব্যের মধ্যে বিশেষভাবে আলোচিত কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ইন্টারনেটের অস্তিত্ব। তাঁর কথায়, 'মহাভারতের সময়ে ইন্টারনেটের প্রচলন ছিল। যদি ইন্টারনেট না-ই থাকত তাহলে যুদ্ধক্ষেত্র থেকে দূরে বসে সঞ্জয় কীভাবে সব খবর ধৃতরাষ্ট্রকে দিচ্ছিলেন? কী করেই বা পরবর্তী কৌশল বলে দিচ্ছিলেন?'
সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি সম্পর্কেও বেশ অনভিজ্ঞ ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর মন্তব্য থেকেই তা স্পষ্ট। বিপ্লব দেবের কথায়, 'সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা নন।'
কৃষি, প্রাণীপালন সম্পর্কে রাজ্যবাসীকে অভিনব পরামর্শ দিয়েছিলেন বিপ্লব দেব। বলেছিলেন, 'আপনারা হাঁস পুষুন। তাহলে ডিমও পাবেন, তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। আবার পরিবেশে অক্সিজেনের মাত্রাও বাড়বে।'
Published By: Sucheta SenguptaPosted: 07:14 PM May 14, 2022Updated: 07:14 PM May 14, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
