Advertisement
প্রসেনজিৎ থেকে অঙ্কুশ, শুভশ্রী থেকে তনুশ্রী, কেমন হল তারকাদের ভাইফোঁটা? দেখুন ছবি
কঠোর ডায়েট ভুলে ভাইফোঁটায় কবজি ডুবিয়ে খেলেন তারকারা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। যম দুয়ারে পড়ল কাঁটা। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ি বাড়িতে ভাইফোঁটা উদযাপন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই মেতে উঠেছেন ভাইফোঁটায়। প্রতিবারের মতো এবারও বোন পল্লবী চট্টোপাধ্যায়ের হাতে ফোঁটা নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজকার ডায়েট ভেঙে সারলেন স্পেশ্যাল খাওয়া-দাওয়াও। ছবি- ইনস্টাগ্রাম
একমুখ দাড়ি নিয়ে সাদা পাঞ্জাবি পাজামা পরেই সকাল সকাল ভাইফোঁটা নিলেন অঙ্কুশ। ভুললেন রোজকার ডায়েটেও। ছবি- ইনস্টাগ্রাম
সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে দাদা বলেই সম্বোধন করেন শুভশ্রী। তাই তো ভাইফোঁটায় জিতের উপস্থিতি মাস্ট। সুন্দর করে সেজে জিতের কপালে ফোঁটা দিলেন শুভশ্রী। ছবি- ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 06:01 PM Oct 27, 2022Updated: 06:18 PM Oct 27, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
