সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ থাকলে বিভ্রাট থাকবেই! যদি তা ছোটখাটো মাপের হয়, তবে তাকে বলা হয় দাম্পত্য কলহ। অশান্তি বেড়ে গেলে, দুজনের পথ দুদিকে বেঁকে গেলেই তখন তা চেহারা নেয় বিভ্রাটের।
এছাড়া আরও একভাবে দেখা যেতে পারে বিবাহ ও বিভ্রাট শব্দদুটিকে। বিশেষভাবে বহন করা যদি বিবাহ হয়, তবে এরকম এক সৌহার্দ্য বহনের নজিরও চোখে পড়বে চলতি বছরে। সেই দিক থেকে দেখলে পেশাদার সম্পর্কের ভাঙনও বিভ্রাট! গোটা ২০১৬ জুড়েই এরকম বিবাহ ও বিভ্রাটের ঘটনা অজস্র। বছর শেষের মুখে এসে একবার তাকানো যাক সেদিকে। শুরুটা হোক আনন্দ সংবাদ অর্থাৎ বিবাহ দিয়েই!
সিপিএম আর কংগ্রেস:
পারভিন দুসাঞ্জ আর কবীর বেদি:
আসিন থোট্টুমল আর রাহুল শর্মা:
বিপাশা বসু আর করণ সিং গ্রোভার:
সাবা বেগ আর ইরফান পাঠান:
প্রীতি জিন্টা আর জেড গুডএনাফ:
ঊর্মিলা মাতন্ডকর আর মীর মহসিন আখতার:
শ্বেতা আর মোহিত শর্মা:
রিভাবা সোলাঙ্কি আর রবীন্দ্র জাডেজা:
অমৃতা রাও আর অনমোল:
রচনা শর্মা আর বাবুল সুপ্রিয়:
গুরবসন্ত কৌর আর যুবরাজ সিং:
শ্রাবন্তী আর কৃষান:
বিয়ে না হলেও জৌলুস কিছু কম ছিল না। পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে সুপারমডেল কৃষান ব্রজর সঙ্গে এই বছরেই বাগদান ও রেজিস্ট্রি সেরে ফেলেন শ্রাবন্তী। সামনের বছর আনুষ্ঠানিক বিয়ের সানাই বাজল বলে!
এবারে আসা যাক বিভ্রাটের কথায়। হাই প্রোফাইল সম্পর্ক বিচ্ছেদও এবছর কিছু কম দেখাল না!
সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস:
রিও ওলিম্পিকের মাঝেই যুক্তরাষ্ট্র ওপেনের মহিলা ডাবলসের তালিকা প্রকাশিত হয়েছিল৷ আর তখনই স্যান্টিনা জুটির ভাঙনের কথা প্রকাশ্যে আসে৷ এই নিয়ে বিস্তর জল্পনার পরে হিঙ্গিস জানিয়েছিলেন, কোর্টের বাইরের কোনও কারণ নয়, চলতি মরশুমে ব্যর্থতার কারণেই আলাদা হয়ে গেলেন তাঁরা৷
ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুর:
দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অনেক দিন চুপচাপ বসে ছিলেন রণবীর কাপুর। অবশেষে তিনি একা থেকে দোকা হলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। কিন্তু সে সম্পর্কও টিকল না! অভিযোগের আঙুল উঠেছে এক্ষেত্রে নায়কের বহুগামিতার দিকে! ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে থাকার সময়েও যে তিনি ঘোরাফেরা করতেন ডেটিং সাইটে!
অধুনা ভাবানি আর ফারহান আখতার:
দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য শেষ নিশ্বাস ফেলল ২০১৬-য় এসে। এক্ষেত্রেও অভিযোগের তির পুরুষটির দিকেই। গুজব- অদিতি রাও হায়দারির জন্য অধুনার সঙ্গে বিয়েটা ভাঙলেন ফারহান আখতার!
মালাইকা অরোরা খান আর আরবাজ খান:
এই দম্পতির বিবাহবিচ্ছেদের খবরও বেশ শোরগোল ফেলেছে এই বছরে। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য ভাঙলে তেমনটাই তো হওয়ার কথা। অভিযোগ- মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। অন্য দিকে আরবাজেরও সম্পর্ক ছিল এক গোয়ানিবাসিনী সুন্দরীর সঙ্গে। ফলে সম্পর্ক ভাঙলই!
অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি:
বছরের শুরুর দিকে জোর গুজব- সম্পর্ক ভেঙে গিয়েছে অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির! পরে দেখা গেল ব্যাপারটা গুজব নয়, সত্যি খবর! নানা মনোমালিন্য নিয়ে বছরের অনেকটাই দূরে দূরে ছিলেন বিরুষ্কা। পরে অবশ্য সমস্যা মিটিয়ে পরস্পরের কাছে ফিরেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ২০১৭-র পয়লা জানুয়ারি বাগদানও সেরে ফেলছেন তাঁরা!
নন্দিতা আর ওম পুরি:
এক্ষেত্রে ভেঙেছে দীর্ঘ দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য। নন্দিতা কথায়- তাঁদের সংবেদনশীলতা পরস্পরের ক্ষেত্রে আর কিছুই অবশিষ্ট ছিল না! ফলে ভাঙন অনিবার্য হয়ে দাঁড়াল!
অঙ্কিতা লোখান্ডে আর সুশান্ত সিং রাজপুত:
কৃতী সাননের জন্য পুরনো বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে ছাড়লেন সুশান্ত সিং রাজপুত! মহেন্দ্র সিং ধোনি দুজনের মিলমিশ রিয়েছিলেন বটে, কিন্তু তা এক মাসও টিকল না! সুশান্ত ফিরে গেলেন কৃতীর কাছেই!
অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট:
সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার আর অতিরিক্ত নেশার জন্য ব্র্যাড পিটের কাছ থেকে আলাদা হয়ে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি। দুনিয়া আঁতকে উঠল ঠিকই, কিন্তু তাঁদের মধ্যে বনিবনার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না!
ভিক্টোরিয়া আর ডেভিড বেকহ্যাম:
একসময় আদর্শ জুটি হিসেবে সবাই তাঁদের উদাহরণ দিতেন। কিন্তু সেই আদর্শ সম্পর্কও ভাঙনের মুখে এসে দাঁড়াল চলতি বছরে। দুজনে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আলাদা থাকা। খুব তাড়াতাড়িই আইনি পথে আলাদা হয়ে যাবেন বলে খবর!
শ্বেতা রোহিরা আর পুলকিত সম্রাট:
পুরনো বান্ধবী ও স্ত্রী শ্বেতা রোহিরাকে চলতি বছরে ছেড়ে দিলেন পুলকিত সম্রাট। শোনা যাচ্ছে, বলিউডের এই নায়কের সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছেন ইয়ামি গৌতম! তাঁর জন্যই এত দিনের সম্পর্কে দাঁড়ি পড়ল!
আমাল আর জর্জ ক্লুনি:
বয়সে অনেকটাই ছোট আইনজীবী আমাল আলামউদ্দিন বেশ সুখেই ছিলেন হলিউডের ডাকসাইটে অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে। কিন্তু এ বছরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরল। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের কাগজপত্রও জমা পড়ে গিয়েছে আইনজীবীর দপ্তরে।
মিমি চক্রবর্তী আর রাজ চক্রবর্তী:
টলিপাড়ায় যে দিন থেকে পা রেখেছিলেন নায়িকা, সে দিন থেকেই জোর গুজব- তিনি আর রাজ চক্রবর্তী না কি বিবাহিত! সেটা সত্যি হোক বা না হোক- তাঁদের চলতি বছরে দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙার খবরটা সত্যি! শোনা যাচ্ছে, এই ভাঙনের মাঝখানে রয়েছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়!
জেনিফার উইনজেট আর করণ সিং গ্রোভার:
করণ সিং গ্রোভারই এই বছরে একমাত্র ব্যক্তি যাঁর এক সম্পর্ক শেষ হয়ে আরেকটা সম্পর্ক শুরু হয়েছে এই বছরে। দ্বিতীয় স্ত্রী, ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইনজেটকে ডিভোর্স দিয়ে নায়িকা বিপাশা বসুকে বিয়ে করলেন তিনি!
আরও পড়ুন: ২০১৬: হিটের ছবি, ছবির হিট
The post ২০১৬: ভাঙা আর গড়ার নেপথ্য কাহিনি appeared first on Sangbad Pratidin.
