Advertisement
যোগীরাজ্যে ২৯৬ কিলোমিটার দীর্ঘ ঝাঁ চকচকে এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির, দেখুন ছবি
নয়া এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা।
শনিবার উত্তরপ্রদেশের জালাউনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের মুকুটে নয়া পালক। এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় নবনির্মিত এক্সপ্রেসওয়ের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বুন্দেলখণ্ডের এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ২৮ মাসের মধ্যে সেই কাজ শেষ হল। সড়ক নির্মাণের দায়িত্বে ছিল উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি।
এটি উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। যোগীরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা নেবে এই মহাসড়ক।
নয়া এক্সপ্রেসওয়ের নিকটবর্তী বান্দা ও জালাউন জেলায় শিল্প করিডর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনে পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে।
Published By: Kishore GhoshPosted: 03:54 PM Jul 16, 2022Updated: 04:04 PM Jul 16, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
