shono
Advertisement

চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম

দক্ষিণ চিন সাগর নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে... The post চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Aug 10, 2016Updated: 04:18 PM Aug 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কটি দক্ষিণ চিন সাগরের একাধিক দ্বীপে নিজেদের সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল, ওই সমরাস্ত্রের মধ্যে রয়েছে কয়েকটি অত্যাধুনিক মোবাইল রকেট লঞ্চার৷ যেগুলি থেকে চিনের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো যাবে৷ গুঁড়িয়ে দেওয়া যাবে বেজিংয়ের সেনাঘাঁটি৷

Advertisement

মার্কিন কূটনীতিবিদ ও সেনা সূত্রে খবর, দক্ষিণ চিন সাগরের অন্তত পাঁচটি দ্বীপে গত কয়েক মাস ধরে অস্ত্র ও সেনা মোতায়েন করছে হ্যানয়৷ যার ফলে বেজিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে৷ লঞ্চারগুলি এমনভাবে মোতায়েন করা হয়েছে যা এরিয়াল সার্ভেলেন্স সিস্টেমে ধরা পড়বে না৷ এখনও লঞ্চারগুলি ‘আর্মড’ করা না হলেও মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সেগুলি থেকে গোলাবারুদ ছোঁড়া যাবে, এমনভাবে প্রস্তুত রাখা হয়েছে৷ যদিও ভিয়েতনাম সরকার মার্কিন গোয়েন্দাদের এই তথ্য স্বীকার করেনি৷ ভিয়েতনামের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী মুখে বলেছেন, হ্যানয় এরকম কোনও পদক্ষেপ করেনি৷

যদিও সমর বিশেষজ্ঞরা বলছেন, আজ না হলে কাল ভিয়েতনাম এমনটা করতই৷ সম্প্রতি দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংয়ের ‘অতি-সক্রিয়তা’ হ্যানয় মোটেও ভালভাবে নেয়নি৷ মিলিটারি অ্যানালিস্টরা এও বলছেন, এখন দুনিয়া জুড়ে চিন বিরোধী শক্তিরা একজোট হতে শুরু করায় ভরসা পেয়েছে ভিয়েতনাম৷  আর তাই চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মোতায়েন করতে শুরু করেছে তারা৷

The post চিনের বিরুদ্ধে সমরাস্ত্র মজুত করছে ভিয়েতনাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement