Advertisement
যশ-সায়নী থেকে প্রথম ভোটার দিতিপ্রিয়া, এক নজরে দেখুন তারকাদের ভোট
সকাল সকালই ভোট দিলেন অনেকে।
"আমি আজ আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। এবার আপনাদের পালা। এবার চাই উন্নয়ন।" ভোট দিয়ে লিখলেন বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত।
প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ভোটের দিন কোন্নগরের শকুন্তলা কালীবাড়িতে পুজো দিয়ে দিন শুরু করলেন তিনি।
পুজো দিয়ে দিন শুরু করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও।হুগলির ৬৬ নম্বর বুথে আক্রান্ত হন তিনি। ভাঙচুর করা হয় লকেটের গাড়িও।
Published By: Suparna MajumderPosted: 12:05 PM Apr 10, 2021Updated: 12:23 PM Apr 10, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
