সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাদের নিরিখে ভারতীয় খাবার কেমন? অনেক ভাবনাচিন্তা করে টুইটে জবাব দিয়েছিলেন মার্কিন শিক্ষাবিদ। আগুপিছু না ভেবে সাফ জানিয়ে দিয়েছিল স্বাদ অনুযায়ী ভারতীয় খাবার ভাল নয়। এক কথায় যাকে বলে ‘অখাদ্য’। তাঁর এই টুইট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার মার্কিন শিক্ষাবিদ।
সোশ্যাল মিডিয়ায় খাবার সম্পর্কে বিতর্কিত মন্তব্য চাওয়া হয়েছিল। তারই জবাবে ভারতীয় খাবার সম্পর্কে টুইট করেন মার্কিন শিক্ষাবিদ টম নিকোলস। তাঁর দাবি, “ভারতীয় খাবার অখাদ্য এবং মানুষ সেই খাবার পছন্দ করার শুধুমাত্র ভান করেন।”
নেটিজেনদের নজর এড়ায়নি তাঁর এমন বিতর্কিত টুইট। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলেই নিকোলসের তীব্র সমালোচনা করতে শুরু করেন। একজন শিক্ষিত ব্যক্তি কীভাবে এমন টুইট করতে পারেন, সেই প্রশ্নও তোলেন অনেকেই।
কেউ কেউ বলছেন নিকোলসের আদতে জিভে কোনও স্বাদই নেই। তাই তিনি এমন ভাবনা টুইটে প্রকাশ করতে পেরেছেন।
তবে সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থান বদল করার পাত্র নন নিকোলস। একের পর এক টুইট করে সাফাই দেন তিনি। টুইটে নিকোলস জানান, ৩০ বছর ধরে নানা রকমের ভারতীয় খাবার খাওয়ার পরেও তাঁর ভাল লাগেনি। ডিএনএ’র হয়তো ভারতীয় খাবার অপছন্দ বলেও টুইট করেন তিনি।
[আরও পড়ুন: সাবধান! অন্তর্বাসের ভাঁজেই বাসা বাঁধছে মারণ পতঙ্গ ‘ট্রম্বিকুলিড মাইট’]
নিকোলসের কোনও যুক্তি মানতে নারাজ নেটিজেনরা। খাবারকে অপমানের জেরে ক্ষোভে ফুঁসছেন বেশীরভাগ মানুষ।
The post ভারতীয় খাবার ‘অখাদ্য’, টুইট করে সমালোচিত মার্কিন শিক্ষাবিদ appeared first on Sangbad Pratidin.