shono
Advertisement

Breaking News

বাড়ির এসব স্থানে গণেশের ছবি রেখেছেন? সাবধান!

জেনে নিন বাড়ির কোন কোন অংশে সিদ্ধিদাতার পেন্টিং রাখা ভাল। The post বাড়ির এসব স্থানে গণেশের ছবি রেখেছেন? সাবধান! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Aug 21, 2020Updated: 04:22 PM Aug 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকটি মানুষের কাছে তাঁর বাড়িটিই সবচেয়ে প্রিয় স্থান। স্বাভাবিকভাবেই তাই নিজের বাড়িটিকে সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেন সকলেই। আর হিন্দু বাড়িতে ঘর সাজানোর উপকরণগুলির মধ্যে গণেশের মূর্তি বা পেন্টিং থাকে না, এমন দৃশ্য বিরল। বিভিন্ন ধরনের গণেশের শো-পিস, পেন্টিং, মূর্তি দিয়ে ঘরের বিভিন্ন অংশ সাজিয়ে তুলতে অনেকেই ভালবাসেন। এবার গণেশ চতুর্থীর আগেও ঘর সাজাতে গণেশের মূর্তি বা পেন্টিং এনেছেন কি? ভুলে গেলে হবে না, এগুলি শুধুই শো-পিস নয়, আরাধ্যও বটে। হিন্দু মতে, সমস্ত দেবদেবীর আগে পুজিত হন গণেশ। আর সেই কারণেই ঘরের যে সে স্থানে গণেশের পেন্টিং রাখা বাস্তুসম্মত নয়। এই প্রতিবেদনে মিলিয়ে নিন বাড়ির কোন কোন অংশে সিদ্ধিদাতার ছবি বা পেন্টিং রাখা ভাল।

Advertisement

[আরও পড়ুন: গণেশ চতুর্থীর আগে রাজ্যে পরপর দু’দিন লকডাউন, পুজোর সামগ্রী জোগাড়ে চিন্তায় উদ্যোক্তারা]

দক্ষিণে না: বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে গণেশের ছবি (Ganesh Painting) বা পেন্টিং না রাখাই শ্রেয়। বরং উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে রাখুন গণপতির মূর্তি বা পেন্টিং৷ এতে বৈবাহিক জীবন এবং পারিবারিক সম্পর্কে শান্তি বজায় থাকে৷

খাবার স্থানে: ডাইনিং টেবলের পাশের দেওয়ালে যদি পেন্টিং টাঙানোর ব্যবস্থা থাকে, তবে দেরি না করে সেখানেই রাখুন সিদ্ধিদাতাকে৷ এতে শরীর সুস্থ থাকে৷ ঘরে শুভশক্তি বিরাজ করে৷

শৌচাগারের দেওয়াল: অনেকেই শৌচাগারের বাইরের দেওয়ালটিতে গণেশের মূর্তি-যুক্ত টাইলস বসিয়ে ফেলেন৷ এতে ঘরের শোভা হয়তো বৃদ্ধি পায়৷ কিন্তু বাস্তু অনুযায়ী তা বাড়ির জন্য শুভ নয়৷ শৌচালয় বা চেঞ্জিং রুমের ভিতর বা বাইরের দেওয়ালে ভুল করেও গণপতির পেন্টিং নয়৷

প্রবেশ পথে: আপনার বাড়িতে ঢোকার সময়ই কি চোখে পড়ে গণেশের পেন্টিং? তাহলে এক্কেবারে ঠিক কাজটি করেছেন৷ প্রবেশ দ্বারে বা সেই দেওয়ালে গণপতিকে রাখলে আপনার ভাল বই মন্দ হবে না৷

শোওয়ার ঘরে: সম্ভব হলে শোওয়ার ঘর থেকে এখনই গণেশের পেন্টিং সরিয়ে ফেলুন৷ বাস্তু মতে এতে বাড়ির কলুশতা নষ্ট হয়৷

[আরও পড়ুন: সমস্যা দূর করতে গণেশ পুজোয় সিঁদুরের গুরুত্ব জানেন?]

ডান্সিং গণেশ: দেখতে দারুণ৷ এমন পেন্টিং বাড়িতে থাকলে অতিথিদের প্রশংসাও কুড়োবেন৷ কিন্তু চেষ্টা করুন বাড়িতে ডান্সিং গণেশের মূর্তি বা পেন্টিং না রাখার৷ এতে দেবতার অগ্নিশর্মা রূপই লুকিয়ে থাকে৷

সাদা গণেশ: গণপতি দিয়েই যদি ঘর সাজানোর ইচ্ছা থাকে, তাহলে বেশি পরিমাণে সাদা রঙের পেন্টিং বা মূর্তিই রাখুন৷

The post বাড়ির এসব স্থানে গণেশের ছবি রেখেছেন? সাবধান! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement