shono
Advertisement

কর্ণাটকে বিজেপির স্বপ্নভঙ্গের নেপথ্যে আঞ্চলিক ফ্রন্টের জয়, জোটের পাশে মমতা

মুখ্যমন্ত্রীর সুরেই অবিজেপি জোটের বার্তা রাহুল গান্ধীর। The post কর্ণাটকে বিজেপির স্বপ্নভঙ্গের নেপথ্যে আঞ্চলিক ফ্রন্টের জয়, জোটের পাশে মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM May 19, 2018Updated: 05:33 PM May 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার পদত্যাগ করতে না করতেই টুইটারে ‘গণতন্ত্রে’র জয় বলে প্রথম প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্ণাটক বিধানসভায় বিজেপির স্বপ্নভঙ্গের পর কংগ্রেস ও জনতা দলকে টুইটে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্ণাটকে এই জয়কে ‘আঞ্চলিক’ ফ্রন্টের জয় হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

এর আগেও কর্ণাটক বিধানসভায় ফলাফল প্রকাশ হতেই এই ভাবে টুইট করেন মুখ্যমন্ত্রী৷ কংগ্রেসের সঙ্গে জনতা দলের জোট না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি৷ জেডিএসের সঙ্গে জোট করলে কর্ণাটকে ফল অন্যরকম হতে পারত বলেও উল্লেখ করেন তিনি৷ এর পর কর্ণাটক বিধানসভার আকাশ দিয়ে বয়ে গিয়েছে বহু মেঘ৷ মিটেছে দূরত্ব-ভুল বোঝাবুঝি৷ দেবগৌড়ার দলের সঙ্গে জোট বাঁধে কংগ্রেস৷ জোট গঠন, সুপ্রিম কোর্টে মামলা-মোকদ্দমার পর আজ বিধানসভায় বিজেপির স্বপ্নভঙ্গের ছবি দেখার পর আজ ফের টুইট করে ‘আঞ্চলিক’ ফ্রন্ট গঠনের দাবিকে আরও জোরালো করে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গলায়ও ছিল এক দাবি৷ ২০১৯-এ বিজেপিকে হারাতে সকলের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ডাকও দেন রাহুন৷ শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তুলনায় বড় হতে পারে না৷ দেশের জনতার থেকে বড় হতে পারেন না৷ ফলে, মোদির বড়বড় কথা আমরা কেন শুনব? মোদিজি বড় কথা না বলে কী কী প্রতিশ্রুতি পূরণ করেছেন, তা আগে বলুন৷ না হলে গদি ছাড়ুন৷ যদি না ছাড়েন, তাহলে আমরা অবিজেপি শক্তি এক হয়ে আপনাকে হারাব৷’’

মোদিকে হারাতে রাহুল গান্ধীর অবিজেপি শক্তি জোট গঠনের সওয়াল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আঞ্চলিক’ ফ্রন্টের তৈরির লক্ষ্য টুইট বার্তাকে কেন্দ্র করে তোলপাড় দেশের রাজনীতি৷ কারণ, এর আগেও বারংবার আঞ্চলিক শক্তিগুলিকে এক ছাতার নিচে আনার লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় রাজনীতিতে বারংবার নির্ণায়ক ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে৷ ফলে, আজ দাক্ষিণাত্যে জনতা দল ও কংগ্রেস জোটের হাত ধরে বিজেপির ক্ষমতার মোহভঙ্গ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ‘আঞ্চলিক’ ফ্রন্টের জয়ের বার্তা নতুন করে জাতীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠল আঞ্চলিক দলগুলির ভবিষ্যত৷

The post কর্ণাটকে বিজেপির স্বপ্নভঙ্গের নেপথ্যে আঞ্চলিক ফ্রন্টের জয়, জোটের পাশে মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement