সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও কড়া হচ্ছে উড়ানের নিয়মকানুন। এবার থেকে ছবি তোলা-সহ একাধিক বিষয়ে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট রুটে সেই উড়ান সংস্থার পরিষেবা দু’সপ্তাহ বন্ধ রাখা হবে। শনিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। প্রসঙ্গত, কঙ্গনা রানাউত মুম্বই আসার সময় নিয়মবিধি ভাঙা হয়েছিল। এরপরই কড়া ব্যবস্থা নিল সংশ্লিষ্ট সংস্থা।
বিমানে ফটোগ্রাফি, সামাজিক দূরত্ব বিধি নিয়ে কড়া অবস্থান নিয়েছে ডিজিসিএ। এদিন দুপুরে ডিজিসিএ’র তরফে জারি করা বিবৃতি বলা হয়েছে, ১৯৩৭ সালের উড়ান বিধির ১৩ নম্বর ধারা ভঙ্গ করলে সংশ্লিষ্ট রুটে সেই উড়ান সংস্থার পরিষেবা দু’সপ্তাহ বন্ধ রাখা হবে। কী কী নিয়ম ভাঙলে শাস্তি হবে? জানা গিয়েছে, বিমানে ছবি তোলা, সামাজিক দূরত্ববিধি ভাঙা হলে কড়া শাস্তি পেতে হবে। শাস্তি পাবে সংশ্লিষ্ট বিমান সংস্থা।
[আরও পড়ুন ; উৎকণ্ঠার অবসান, অরুণাচলের নিখোঁজ পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিল চিন]
যেদিন সেই ঘটনা ঘটেছে, তার ঠিক পরদিন থেকেই সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরই উড়ান সংস্থা সেই রুটে আবারও পরিষেবা চালু করতে পারবে। বিমান নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নিয়ম থাকা সত্ত্বেও প্রায়শই উড়ান সংস্থাগুলি সেইসব সুরক্ষা বিধি মেনে চলতে ব্যর্থ হয়। এবার থেকে সেরকম করলে কড়া শাস্তি দেওয়া হবে বলে খবর।
[আরও পড়ুন ; রাত পোহালেই NEET, পরীক্ষার এই নিয়মবিধিগুলি জানেন তো?]
গত বুধবার ইন্ডিগোর ৬ই২৬৪ উড়ানে চণ্ডীগড় থেকে মুম্বইয়ে যাচ্ছিলেন কঙ্গনা। সেই বিমানে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন করা হয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ইতিমধ্যে ইন্ডিগোকে নোটিশও পাঠিয়েছে ডিজিসিএ। এরপরই নড়েচড়ে বসে বিমান নিয়ামক সংস্থা। শনিবার কড়া নিয়ম জারি করল তাঁরা।
The post করোনা বিধি ভাঙলেই নির্দিষ্ট রুটে দু’সপ্তাহ বন্ধ উড়ান পরিষেবা, বিজ্ঞপ্তি জারি DGCA’র appeared first on Sangbad Pratidin.