সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক তিনি। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু তাঁর বেতনের দিকে চোখ রাখলে মোটেই সেকথা বোঝা যাবে না। কারণ ভারতীয় দলের প্রথম একাদশে যেসমস্ত ক্রিকেটাররা ধারাবাহিকভাবে সুযোগ পান না, তাঁদের অর্ধেকেরও কম বেতন পান বাবর আজম (Babar Azam)। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বেতনের ১২ ভাগের এক ভাগ উপার্জন করেন বাবর।
কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামো প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। সর্বোচ্চ এ+ ক্যাটিগরিতে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহ রয়েছেন এই ক্যাটিগরিতে। বার্ষিক ৭ কোটি টাকা বেতন এই চার ক্রিকেটারের। পরবর্তী এ ও বি গ্রেডে থাকা ক্রিকেটাররা প্রতি বছর যথাক্রমে ৫ কোটি ও ৩ কোটি টাকা বেতন পান।
[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]
ভারতীয় বোর্ডের বেতন কাঠামোয় সবচেয়ে নীচে রয়েছে সি গ্রেড। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। ভারতীয় দলের প্রথম একাদশে সেভাবে তাঁরা সুযোগ পান না। তবে বার্ষিক ১ কোটি টাকা বেতন পান তাঁরা। তার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) বেতন কাঠামো প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, পাকিস্তানের সর্বোচ্চ বেতন কাঠামোয় শীর্ষে রয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, হাসান আলি, শাহিন আফ্রিদি ও ইমাম-উল-হক। পাক মুদ্রায় প্রতি বছর ১.২৫ মিলিয়ন টাকা পান তাঁরা। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৪৪ লক্ষ টাকা। ইতিমধ্যেই ব্যাপক আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান। তার মধ্যেই প্রতিবেশী দেশের ক্রিকেটারদের বেতন কাঠামো দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা।